এবার চোরের প্রেমে পড়লেন টলিউড অভিনেত্রী অঙ্গনা
This time Tollywood actress Angana fell in love with a thief

The Truth of Bengal: শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘লুকোচুরি’। থ্রিলার ও রোমান্টিক প্রেমের গল্প দেখা যাবে এই ছবিতে। জুটিতে থাকছেন নবাগত অভিনেতা রাজদীপ দেব ও অভিনেত্রী অঙ্গনা রায়। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়কে। ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন আত্মদ্বীপ ঘোষ, গুলশানারা খাতুন, সুকন্যা বসু ও মোমো।
মজাদার এই ছবির গল্প অনুসারে চোর মিকি ও শিবাঙ্গীর প্রেমের কাহিনি নিয়ে এগিয়েছে ছবির চিত্রনাট্য। মিকি একজন অপেশাদার চোর যে চুরি করার প্রথম রাতেই ধরা পড়ে যায়। শিবাঙ্গী, যে মেয়ে তাকে নিজের বাড়িতে চুরি করতে ধরে ফেলে, সে তাকে দেখা মাত্রই প্রেমে পড়ে যায়। কয়েকবার দেখা সাক্ষাৎ করার পর মিকি বুঝতে পারে যে মেয়েটি চোরের জীবনের উত্তেজনায় প্রেমে পড়েছে।
মিকির ভাই জ্যাকি তাদের পালাতে সাহায্য করে। মিকি চুরি ছেড়ে দিয়ে একটি গ্রামের স্কুলে চাকরি নেয়। কিন্তু মিকি যে জীবন শিবাঙ্গীকে দেয়, সে খুব শীঘ্রই বিরক্ত হয়ে পড়ে। সে কি কখনও মিকিকে আবার গ্রহণ করবে? এই নিয়ে এগোয় ছবি লুকোচুরি। ইতিমধ্যে ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। ট্রেলার ও গান মুক্তির পরে বেশ জনপ্রিয়তা পেয়েছে।