বিনোদন
এবার গোয়েন্দাগিন্নি ঋতুপর্ণা। কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং ?
This time the detective Rituparna. When does the shooting start ?

The Truth Of Bengal: টিং ফ্লোরে ম্যাডাম সেনগুপ্ত। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এবার গোয়েন্দা গিন্নির ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।সম্প্রতি হয়ে গেল ছবির শুভ মহরত। এই ছবিতে ঋতুর সঙ্গে রয়েছেন অভিনেতা সুব্রত দত্ত। ছবির মহরতেও ঋতুপর্ণার পাশে বসেই পুজো সারলেন তিনি। ঋতুপর্ণা ও সুব্রত ছাড়া এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। আগামি সপ্তাহ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতা ও উত্তরবঙ্গের কিছু জায়গায় শ্যুটিং হবে ম্যাডাম সেনগুপ্তর।