বিনোদন

এবার জাতীয় ক্রাশ-কে দেখা যাবে ভাইজানের বিপরীতে

This time Jatiya Crush will be seen opposite Bhaijaan

The Truth of Bengal: এবার জাতীয় ক্রাশ-কে দেখা যাবে ভাইজানের বিপরীতে। সোনাম, সোনাক্ষী, দিশা পাটানি, সাই মঞ্জরিদের পর এবার সলমনের নায়িকা রশ্মিকা মন্দানা।নতুন হিন্দি ছবি সিকান্দর। বলিউডের প্রিয় ভাইজানের সঙ্গে প্রথমবারের মতো রুপালি পর্দায় দেখা যাবে এই সুন্দরীকে। এই সুখবর সামনে আসবার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রশ্মিকা ভক্তরা উন্মাদনায় মেতে ওঠেন।

বলিউডের ভাইজান বরাবর নিজের থেকে বয়সে ছোট বা হাঁটুর বয়সী বল্লেও খুব একটা ভুল হবে না, এমন অভিনেত্রীদের সঙ্গেই কাজ করতে পছন্দ করেন, এই কথা টা এখন সর্বজন বিদিত। এমনকী বন্ধুর মেয়েদের সঙ্গেও পর্দায় রোম্যান্স করেছেন ৫৮-এর গণ্ডি পার করা বলিউড সুপারস্টার সালমান খান। আবারও সেই পথেই হাঁটছেন অভিনেতা। এবার জাতীয় ক্রাশ-কে দেখা যাবে ভাইজানের বিপরীতে। সোনাম, সোনাক্ষী, দিশা পাটানি, সাই মঞ্জরিদের পর এবার সলমনের নায়িকা রশ্মিকা মন্দানা।

এ আর মুরুগাদসের পরিচালনায় তৈরি হচ্ছে ‘সিকান্দর’। আগামী বছর ইদে মুক্তি পাবে এই ছবি, যা প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘কিক’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। এদিন প্রযোজনা সংস্থার তরফে রশ্মিকাকে স্বাগত জানানো হল। সালমান ও রশ্মিকার ৩০ বছরের ব্যবধান নিয়ে অনেকেই ট্রোলও করছেন, তবে এতে কুছ পরোয়া নেই ভাইজান ভক্তদের। বলিউডের একটা বড় অংশের দাবি অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম বড় মাইলস্টোন হতে চলেছে সিকান্দর, এই প্রথম কোনও খানের ছবির নায়িকা রশ্মিকা।

Related Articles