বিনোদন

‘অ্যানিমেল’ এ হিংস্ত্র রণবীর! শেষ পাতে মাত করলেন ববি

Animal Trailer

The Truth of Bengal: মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা অ্যানিমেল-এর ট্রেলার। টি সিরিজের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত অ্যানিমেলের অফিসিয়াল ট্রেলার। ট্রেলের শুরু হওয়ার একদম প্রথমেই দেখা যাচ্ছে ক্ষত বিক্ষত অবস্থায় ছেলে তার বাবাকে বলছে চরিত্রের অদল বদল করতে। বাবা ছেলের মত ছেলে বাবার মত অভিনয় করবে। ছেলে সেটা স্পষ্ট করে দেবে যে ছোটবেলায় নিজের স্বপ্ন দিয়ে ভালোবাসার পরেও বাবা ঠিক কেমন ব্যবহার  করতেন।

কিন্তু এরপরই আবার ফিরে যাওয়া ছোটবেলায়। বাবার প্রতি ছেলের ভালোবাসা যেন ছেলেকে একেবারে পাগল করে তুলেছে। বাবা ঠিক যেমন পছন্দ করবেন তেমনি চুলের কাটিং হবে সেই ছেলের। কিন্তু এই ভালোবাসা থেকেই ছেলে একেবারে যেন পরিণত হয়েছে অ্যানিমেলে। বাবার শত্রুদের এক গুলিতে উড়িয়ে দিতে দুবার হাত কাঁপে না তার। কিন্তু এরপরেই কোন এক গুপ্ত শত্রু গুলি চালায় তার বাবার ওপর।

এরপর থেকেই শুরু হয়ে যায় আবার এক প্রতিশোধের গল্প। বাবার শত্রুদের থেকে বদলা নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয় ছেলে। সুতরাং বুঝতেই পারছেন রোমহর্ষক গল্পের সাথে সম্পূর্ণ ট্রেলার জুড়ে রয়েছে ধামাকাদার অ্যাকশন আর আকর্ষণীয় সংলাপ। তবে জানেন কি এই সিনেমা ইতিমধ্যেই সেন্সর বোর্ড থেকে A গ্রেডের তকমা পেয়েছে। গুলশন কুমার ও টি সিরিজের প্রযোজনায় রণবীর কাপুর অভিনীত এই সিনেমা বক্স অফিসে ঠিক কতটা সারা ফেলতে পারে এখন সেটাই দেখার।

Related Articles