নেট দুনিয়ায় ভাইরাল ‘পুষ্পা ২’–এর শ্যুটিং দৃশ্য রাগ উগড়ে দিলেন গোটা শ্যুটিং টিমের ওপর
The shooting scene of 'Pushpa 2', viral in the net world, angered the entire shooting team.

The Truth Of Bengal: আবারও শিরোনামে ‘পুষ্পা ২’। মুক্তির দিন পিছিয়ে শুরু হয়েছে শেষ পর্যায়ের শ্যটিং পর্ব। এরই মাঝে যাতে শ্যুটিং ফ্লোরের কোনও ছবি বা ফুটেজ লিকেজ না হয় তার জন্য শ্যুটিং ফ্লোরে নিরাপত্তাও বাড়ানো হয়। তবুও নেট দুনিয়া কী আর সেই বাধা মানে! ফ্লোর থেকেই ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্যের ফুটেজ ভাইরাল হয়ে যায়। সেখানে আইকন স্টার আল্লু অর্জুনকে ধুন্ধুমার অ্যাকশনও করতে দেখা যায়। সূত্রের খবর, সমাজমাধ্যমে শ্যুটিং দৃশ্য ভাইরাল হওয়ায় রেগে লাল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। রাগে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন গোটা শ্যুটিং টিমের ওপর।
প্রসঙ্গত, ২০২১ সালে পুষ্পা ছবির মুক্তির পরই জানা যায় এই বিগ বাজেট প্যান ইন্ডিয়া ছবির দ্বিতীয় ভাগও আসতে চলেছে। তার বেশ কিছুদিন পর থেকে জানা যায় ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। তবে, বড়পর্দায় কবে এই ছবি মুক্তি পাবে সেই অপেক্ষায় হাজারও অনুগামীরা। কিন্তু সেই অপেক্ষা যেন শেষ হয়েও হচ্ছে না। সম্প্রতি ঘটা করে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। এই খবরে হাজারো অনুগামীদের মুখে হাসি ফোটে। তবে সেই খুশি বেশিদিন স্থায়ী হয় না। শোনা যায় ছবির বেশ কিছুটা অংশের শ্যুটিং এখনও বাকি রয়েছে। শুধু তাই নয় বাকি রয়েছে ছবির VFX-এর কাজও বাকি রয়েছে। যার জেরেই ফের ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক এবং ছবির প্রথম গানও মুক্তি পেলেও ছবির মুক্তির দিন পিছিয়ে যাওয়ায় রীতিমতো হতাশ অনুগামীরা।
শোনা যাচ্ছে চলতি বছরের শেষে ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রথম ভাগও ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্মাতারা। ছবিটি তেলেগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়লি, বাংলায় মুক্তি পাবে। ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে এবারেও রাশমিকা মান্দানাকেই দেখা যাবে। খলনায়কের চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। সূত্রের খবর, ‘পুষ্পা ২’-এ নাকি একটি গান গাইতে চলেছেন বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাসও। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে আবারও একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও বেশ গুরুত্ব দেওয়া হবে ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।