বিনোদন
দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী
The popular Hollywood actress gave birth to her second child

The Truth of Bengal: দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। ক্যামেরন এবং তাঁর স্বামী বেনজি ম্যাডেন সুখবর দিলেন সকলকে। সোশ্যাল মিডিয়ায় এই তারকা দম্পতি লেখেন, ‘আমরা আমাদের ছেলে কার্ডিনাল ম্যাডেনের জন্ম ঘোষণা করতে পেরে ধন্য। সে অসাধারণ এবং তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।
সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য আমরা কোনো ছবি পোস্ট করছি না। তবে সে সত্যিই সুন্দর।’ ক্যামেরন ডিয়াজ ২০১৯ সালে প্রথম মা হন। তাঁদের প্রথম কন্যা সন্তানের নাম রাডিক্স। মা হওয়ার পর থেকে অভিনেত্রী তাঁর অভিনয় ক্যারিয়ার থেকে পরিবারের দিকে মনোনিবেশ করেছিলেন।