প্রকাশ্যে ‘অবতার ৩’-এর অফিসিয়াল টাইটেল, এবার নতুন নাম ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
The official title of 'Avatar 3' is revealed, this time the new name is 'Avatar: Fire and Ash'

The Truth of Bengal : বড়পর্দায় আসছে বহু প্রতিক্ষীত ছবি ‘অবতার ৩’। এবার প্রকাশ্যে এল ছবির অফিসিয়াল টাইটেল। শনিবার ডি২৩ এক্সপো অনুষ্ঠানেই ছবির অফিসিয়াল টাইটেল ঘোষণা করলেন পরিচালক জেমস ক্যামেরন। ছবির নতুন নাম হল ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির মুখ্য অভিনেতা জো সালডানা ও স্যাম ওয়ার্থিংটন।
জেমস ক্যামেরন পরিচালিত অবতার ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ভাগও গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়। ২০০৯ সালে ১৮ ডিসেম্বর মুক্তি পায় ‘অবতার’ প্রথম ভাগ। এরপর দীর্ঘ ১১ বছর পর ২০২২ সালের ১৬ ডিসেম্বর দ্বিতীয় ভাগ ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ মুক্তি পায়। এবার আসতে চলেছে ছবির তৃতীয় ভাগ ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। টাইটেল শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “সবেমাত্র নাম ঘোষণা করা হয়েছে ৷ আগামী অবতার ছবির নতুন টাইটেল ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। আবার তৈরি হয়ে যান প্যান্ডোরাতে ফেরার জন্য ৷ ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসছে ‘অবতার ৩’। এদিন পরিচালক ক্যামেরান জানান, “এই ছবিতে সকলে প্যান্ডোরাকে অন্যভাবে আবিষ্কার করবেন তা আগে কখনও হয়নি৷ এই জার্নিতে শুধু অ্যাডভেঞ্চার নয়, সঙ্গে থাকছে ইমোশনও৷ যা আগে কখনও অনুভব করেননি দর্শকরা৷” ক্যামেরন আরও জানান, “যে ধরনের চরিত্র এবার সামনে আসতে চলেছে তা প্রচন্ড চ্যালেঞ্জিং৷ তবে প্রতিটা দর্শক তাঁদের ভালোবাসতে বাধ্য হবেন৷”
পরিচালক ক্যামেরন ২০২২ সালে ছবির দ্বিতীয় ভাগের পরপরই তৃতীয় ভাগের প্রস্তুতি শুরু করে দেন। ২০২২ সাল থেকেই শুরু হয় ছবির শ্যুটিং। যেখানে প্যান্ডোরার ভিনগ্রহের চাঁদে আরডিএ ফিরে আসার পরে মানবতা এবং নাভির মধ্যে যুদ্ধের ছব ফুটে ওঠে।অবতার ছবির দ্বিতীয় ভাগের শেষে জেক সুলি এবং নেইতিরির পরিবার জলজ মেটকাইনা গোষ্ঠী এবং তিমি-সদৃশ তুলকুনদের বিরুদ্ধে যুদ্ধে জিতে যায়৷ তারপর তাঁরা সেখানে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকেন ৷ কিন্তু সেই যুদ্ধে আরডিএ পরিবারের বড় ছেলে প্রাণ হারান৷ আর সেই ঘটনায় তাঁরা প্রচন্ডভাবে ভেঙে পড়েন৷ এবার এই ঘটনার পর জেক-নেইতি অ্যাশ গোষ্ঠীর সঙ্গে সম্মুখ সমরে নামবে৷ তবে আদৌ তাঁরা জিততে পারবেন কিনা তা জানতে এখনও বেশ কিছু মাস অপেক্ষা করতে হবে৷ পরিচালক জানিয়েছেন, এবার যুদ্ধ, হিংসা ও ভিজ্যুয়াল এফেক্টস আরও বেশি ধামাকাদার হতে চলেছে।