বিনোদন

প্রকাশ্যে এল ‘আয়ুরেখা’ ছবির নতুন গান, ‘বইছে দুচোখ শ্রাবণে’

The new song of 'Ayurekha' movie, 'Boichhe Duchoch Shravane' has been released.

The Truth Of Bengal: সম্প্রতি রাজদীপ ঘোষের পরিচালনায় মুক্তি পেতে চলেছে নতুন ছবি, ‘আয়ুরেখা’। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। আর এবার, মুক্তি পেল ছবির নতুন গান, ‘বইছে দুচোখ শ্রাবণে’।

ঋত্বিক চক্রবর্তী অভিনীত আয়ুরেখা ছবিটি মূলত সিরিয়াল কিলিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত। যেখানে দেখা যাবে শহর জুড়ে বিশেষ পদ্ধতিতে খুন হয়ে যাচ্ছে একের পর এর সাধারণ মানুষ। কিন্তু সত্যিই কি সাধারণ মানুষ? পরবর্তীকালে পুলিশি তদন্তে জানা যাচ্ছে, খুনি যাদেরকে খুন করছে তাদের গ্রহ-নক্ষত্রের বিশেষ দশা সবকিছু জেনেই খুন করছে। এই ছবিতে ঋত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বনি সেনগুপ্ত, লিজা এবং উষসী রায়কে।

পরিচালক রাজদীপ ঘোষের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করে লিজা জানিয়েছেন, “ঋত্বিকদার সঙ্গে কাজ করতে হবে শুনে প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু কাজ করার পরে বুঝতে পারলাম, কেবল ভাল অভিনেতা নন, উনি একজন বড় মনের মানুষও”।

এদিকে ছবির চিত্রনাট্য বাছাই নিয়ে ঋত্বিক বলেন,”সব ছবিরই নিজস্ব একটা ব্যবসার দিক থাকে। এমন পরিচালক নেই যিনি ছবির ব্যবসায়িক দিকের কথা না ভেবে ছবি তৈরি করেন। কমবেশি মাথায় থাকেই। তবে একটা ছবির বাছার সময়, সেটা কতটা ব্যবসা করবে সেটা কখনও ভাবি না। আমার বিশ্বাস সব ছবিরই নিজস্ব দর্শক থাকে। সবাইকে একেবারে এক জায়গায় দেখতে পাওয়া যায় না। তাঁরা হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকেন সবসময়। তাঁদের একসঙ্গে আনতে হয়। কোনও ছবি বাছার সময় হয়তো বুঝতে পারি, এই ছবি হয়তো প্রচুর মানুষ দেখবেন না। আবার একইভাবে বুঝতে পারি কোনও ছবি হয়তো প্রচুর মানুষ দেখবেন। তবে তা চিত্রনাট্য বাছার ক্ষেত্রে প্রভাব ফেলে না কখনও। ব্য়বসার ক্ষেত্রটা মনে হলেও তা গুরুত্ব পায় না।”

FREE ACCESS