শাহরুখের গানে নাচ আম্বানি পরিবারের, হবু বর-কনের পোশাকে থাকল চমক
The Ambani family danced to Shahrukh's song, the bride and groom's clothes were a surprise

The Truth Of Bengal : ধনকুবেরের ছেলের বিয়ে বলে কথা। সেলিব্রেশন তো একটু গ্র্যান্ড লেভেলেরই হবে। বিয়ের আগে থেকেই সেই গ্র্যান্ড সেলিব্রেশনের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। গুজরাট থেকে ইটালি আন্তর্জাতিক স্তরেও সেই সেলিব্রেশন পৌঁছেছে। আর ইতিমধ্যেই মুম্বইতে শুরু হয়ে গিয়েছে বিয়ের শেষ পর্যায়ের সেলিব্রেশন। অনন্ত আম্বানী ও রাধিকা মার্চান্টের সঙ্গীত অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল আন্তর্জাতিক পপ সেন্সেশন জাস্টিন বিবার। কিন্তু এত বড় মাপের গায়কের ৮৩ কোটির পারফরম্যান্সের চর্চাকে ছাপিয়ে গেল শাহরুখের ওম শান্তি ওমের গানে আম্বানি পরিবারের নাচ। সেই ভিডিও একেবারেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানে ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানে নাচছেন মুকেশ আম্বানি। তাঁর সঙ্গ দিচ্ছেন নিতা আম্বানি সহ গোটা পরিবার।
সঙ্গীতে হবু বউয়ের হাত ধরে গ্র্যান্ড এন্ট্রি নেন নীতা-মুকেশ পুত্র। এদিন কালোর উপর সোনালি এমব্রয়ডারি করা বন্ধগলায় পাওয়া গেল অনন্তকে। অন্যদিকে কাঁধখোলা ব্লাউজ আর ভারী কাজের লেহেঙ্গাতে দেখা মিলল রাধিকা মার্চেন্টের। সন্দীপ খোসলার কাস্টম মেড পোশাক ধরা দিলেন তাঁরা। হবু বর-কনের পাশাপাশি নীতা আম্বানির সাজও কাড়ল নজর।