বিনোদন
Trending

রক্ত দিয়ে বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস লিখলেন বিক্রম , নেপথ্যে পরিচালক তথাগত মুখোপাধ্যায়

Teaser out Pariya movie

The Truth Of Bengal: সারমেয়দের ত্রাতা হয়ে দেখা দিলেন টলিউড অভিনেতা বিত্রম চট্টোপাধ্যায়।নেপথ্যে পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পারিয়া’। মুক্তি পেলো তারই টিজার। তাতে লেখা “বঞ্চিতদের লড়াইয়ের ইতিহাস সবসময় রক্ত দিয়েই লেখা হয়”…

 

আগামী ৯ই ফেব্রুয়ারি তে মুক্তি পাচ্ছে এই ছবি।এই ছবিতে বিক্রম ছাড়াও শ্রীলেখা মিত্র ও অম্বরীশ ভট্টাচার্যকে দেখা যাবে গুরুত্বপূর্ণ রোলে। কেমন হবে তথাগতর এই ভিন্নস্বাদের ছবি, তারই আগাম আভাস দিল ছবির প্রথম ঝলক।

Free Access

Related Articles