
Truth Of Bengal: ‘বেবি জন’, বরুণ ধাওয়ানের বহু প্রতীক্ষিত ছবি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ২৫ শে ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। দক্ষিণী ছবি ‘থেরি’র রিমেক হতে চলেছে ‘বেবি জন’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। টানটান অ্যাকশনে ভরপুর ‘বেবি জন’ এর টিজার।
View this post on Instagram
বহুদিন পর রাফটাফ অ্যাকশন মুডে দেখা গেল বরুণ ধাওয়ানকে। সোমবার প্রকাশ্যে এসেছে ছবির টিজার। টিজার একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন বলিউডের চকোলেট বয়। বেশ কয়েকটি লুকে দেখা গিয়েছে বরুণকে। কখনো পুলিশ অফিসার আবার কখনো লম্বা চুল এবং দাড়িতে নজর কেড়েছেন বরুণ।
‘বেবি জন’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশকে। ছবিতে খলনায়কের চরিত্রে জ্যাকি শ্রফ। ছবির পরিচালনায় কালিস। ছবির নিবেদক অ্যাটলি। ছবিতে ফুটে উঠবে বাবা মেয়ের মিষ্টি সম্পর্ক সঙ্গে টানটান অ্যাকশন। সবমিলিয়ে দক্ষিণী ছবির স্বাদে ‘বেবি জন’ এর টিজার মন কেড়েছে দর্শকদের। উল্লেখ্য, চলতি মাসেই মুক্তি পাচ্ছে স্পাই ওয়েব সিরিজ় ‘সিটাডেল: হানি বানি’। সিরিজে দক্ষিণী অভিনেত্রী সামান্থার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। আর তার পরের মাস অর্থাৎ ডিসেম্বরেই আসছে বরুনের আরেক ছবি ‘বেবি জন’। এখন দেখার দক্ষিণী ছবি ‘থেরি’র মতো ‘বেবি জন’ কতটা মন কাড়তে পারে দর্শকদের।