বিনোদন

Tamannaah Bhatia: ৬ মিনিটে ৬ কোটি! গোয়ার সৈকতে পারফর্ম করতে আকাশছোঁয়া পারিশ্রমিক নিলেন তামান্না

আর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার রেশ ধরেই কি নিজের পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দিলেন তামান্না?

Truth of Bengal: দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউড পরিচালকদের কাছেও এখন তামান্না ভাটিয়া অত্যন্ত জনপ্রিয় এক নাম। ব্যক্তিগত জীবনে বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে চর্চা থাকলেও, পেশাদার জীবনে অভিনেত্রী যে সাফল্যের শিখরে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। ২০২৫ সালে স্ত্রী-২ সিনেমার আজ কি রাত গানের তালে দর্শকদের মাতিয়ে রাখার পর, ২০২৬ সালেও তাঁর হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তবে এবার আর কোনো বিশেষ নাচ বা আইটেম নম্বর নয়, বরং প্রধান চরিত্রে নিজেকে মেলে ধরতে প্রস্তুত তিনি। আর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার রেশ ধরেই কি নিজের পারিশ্রমিক কয়েক গুণ বাড়িয়ে দিলেন তামান্না?

সম্প্রতি গোয়ার বাগা বিচে আয়োজিত একটি জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে তামান্নার উপস্থিতি নিয়ে বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই কনসার্টে মাত্র ছয় মিনিটের একটি পারফরম্যান্সের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছেন অভিনেত্রী। বলিউড সূত্রে খবর, ওই টুকু সময়ের নাচের জন্য তিনি ৬ কোটি টাকা নিয়েছেন। অর্থাৎ সহজ হিসেবে তামান্নার প্রতি মিনিটের পারফরম্যান্সের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি টাকা। এই খবর জানাজানি হতেই সামাজিক মাধ্যম ও ফিল্মি মহলে বিতর্কের ঝড় উঠেছে।

সাধারণত বলিউডের প্রথম সারির অনেক নায়িকাই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের জন্য ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক পান। সেখানে মাত্র ছয় মিনিটের জন্য সমপরিমাণ অর্থ নেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। যদিও স্ত্রী-২ সিনেমার ব্যাপক সাফল্যের পর থেকেই তামান্না তাঁর পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সিনেমার ক্ষেত্রে নায়িকার এমন দাবি মেনে নেওয়া হলেও, কনসার্টের মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতির জন্য এই বিপুল পরিমাণ অর্থ দাবি করায় বিপাকে পড়েছেন আয়োজকরা।

Related Articles