আর্থিক কেলেঙ্কারিতে জড়িত তামান্না? ইডির জেরার মুখে অভিনেত্রী
Tamanna involved in financial scandal? Actress under ED's cross-examination

Truth Of Bengal: আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ালো দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেন তামান্না। সেখানে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।
জানা যায়,এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তামান্নার। এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার করেছিলেন অভিনেত্রী। এর থেকেই তামান্নার নাম জড়িয়ে যায় আর্থিক কেলেঙ্কারি মামলায়। ইডি দফতরে তলব করা হয় তাঁকে। কার্যত বৃহস্পতিবার গৌহাটিতে ইডি দফতরে হাজিরা দেন অভিনেত্রী। এইচপিজেড টোকেন কেলেঙ্কারির সাথে জড়িত ৪৫৫ কোটি টাকার মানি লন্ডারিং মামলা ইডির জেরার মুখে দক্ষিণী অভিনেত্রী।
বৃহস্পতিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে তামান্নাকে জেরা করে ইডি। একটি বেটিং অ্যাপ কোম্পানির দ্বারা আয়োজিত একটি ইভেন্টে সেলিব্রিটিদের উপস্থিতির জন্য তহবিল পাওয়ার অভিযোগে তাকে তলব করা হয়েছিল। কোম্পানির বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সির অজুহাতে বেশ কয়েকজন বিনিয়োগকারীকে প্রতারণা করার অভিযোগ রয়েছে। দুপুর ১:২৫-এর দিকে তামান্না তাঁর বাবা-মায়ের সঙ্গে ইডি অফিসে পৌঁছান। তারপর চলে জেরা।
উল্লেখ্য, আগে মহারাষ্ট্রের সাইবার সেল তলব করেছিল অভিনেত্রীকে। মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর।
ইডি ভারতীয় দণ্ডবিধি (আইপিসি), ১৮৬০, এবং তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর বিভিন্ন ধারার অধীনে নাগাল্যান্ডের সাইবার ক্রাইম থানায় নথিভুক্ত একটি এফআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ইডি এইচপিজেড টোকেন মামলার তদন্ত করছে, যাতে একাধিক অভিযুক্ত এবং বেশ কয়েকটি শেল কোম্পানি জড়িত। এজেন্সি ইতিমধ্যেই কেলেঙ্কারির সাথে জড়িত কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টোকারেন্সি ফ্রিজ করেছে।