
The Truth of Bengal: দুষ্টুমি আর সাহসীকতায় বরাবর সিদ্ধহস্ত অভিনেত্রী সানি লিওনি। সম্প্রতি এক ভিডিয়ো শেয়ার করছেন কন্যা. সেখানে দেখা যাচ্ছে শটস পরে এক পরপুরুষের কাঁধে পা তুলে দিয়ে দিব্যি খোশমেজাজে রয়েছেন তিনি। সেই অপরিচিত ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন সানির মেকআপ আর্টিস্ট থমাস। ভাইরাল ভিডিওতে তাঁর একটি পা টমাসের কোলে দেখা যাচ্ছে। যাতে তিনি মেকআপ করতে পারেন। কাজ শেষ হতেই টমাস বলেন, ‘আমার উপরের দিকের কাজ হয়ে গিয়েছে।’ সঙ্গে সঙ্গে সানি নিজের পা উপরে তুলে দেন। এতেই চমকে যান থমাস। আর সানি হাসতে থাকেন। টমাসও হাসতে হাসতে মেকআপ করতে থাকেন। এইভাবেই থমাসের সঙ্গে আড্ডায় মশগুল হলেন বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওনি।
View this post on Instagram






