বিনোদন

ছক ভাঙ্গা চরিত্রে বলিউড অভিনেত্রী, “সুখী নিজের সুখ খুঁজে নিল”

Sukhee Trailer

The Truth of Bengal: চলতি বছরে নিজের অভিনয় জগতে ৩০ বছর পূর্ণ করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি। নিজের দীর্ঘ বছরের অভিনয়ের ক্যারিয়ারে বহু হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। ৩০তম বছরে আরো একটি নতুন চমক নিয়ে এবার ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিল্পা শেট্টি অভিনীত ‘সুখী’ এর ট্রেলার। চার দেয়ালের মধ্যে ঘরবন্দী জীবনে বিরক্ত একটি নারী। তারপরে ধীরে ধীরে তার পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া, বাড়ি থেকে পালিয়ে তাদের সাথে সুন্দর সময় কাটাতে যাওয়া। এসব নিয়েই একেবারে জমজমাটের সুখী।

ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে নিজের একঘেয়ে জীবনে বিরক্ত হয়ে ক্লান্ত শিল্পা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে পাওয়া পুরনো বন্ধুদের। তারপরই রীতিমতো বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে হইহুল্লোড়। ভিন্ন স্বাদের গল্পে মোরা সুখীর ট্রেলার প্রকাশ্যে এসেছে নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে।

Free Access

Related Articles