বিনোদন

মায়ের আকস্মিক মৃত্যু, ক্যানসার আক্রান্ত বাবার পাশে কৌশাম্বি, জন্মদিনে ছু্টে  গেলেন অভিনেত্রী, জানালেন শুভেচ্ছা

Sudden death of mother, Kaushambi next to father with cancer, actress rushed to birthday, wished

The Truth Of Bengal: আদৃতের  সাথে  বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই  মাকে হারিয়ে ছিলেন কৌশাম্বি। এরপর অভিনেত্রীর বাবার অসুস্থতার খবর সামনে এসেছে। বাবাকে দেখতে তাই মাঝে মধ্যেই শ্বশুরবাড়ি ছেড়ে বাব্র কাছে ছুতে যান কৌশাম্বি। ১১ ই অগাস্ট বাবার জন্মদিনে শুভেচ্ছা জানাতে  তাই  আরও একবার পৌঁছে গেলেন অভিনেত্রী। তারই কিছু মুহূর্ত  সোশ্যাল মিডিয়ায়  পোস্ট করেছেন কৌশাম্বি।

প্রথম পোস্টে দেখা যাচ্ছে , বাবার বুকে মাথা রেখে তাঁকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। পরনে তাঁর জিন্সের পালাজো ও ঢলা শার্ট। দ্বিতীয়টিতে আদরের পোষ্যের গায়ে হাত বুলিয়ে দিতে দেখা যাচ্ছে কৌশাম্বিকে।পাশেই তাঁর অসুস্থ বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাবা-মেয়েকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে তৃতীয় পোস্টটিতে।চতুর্থ পোস্টটিতে কৌশাম্বির বাবাকে একটা পুরনো আলমারির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।এছাড়াও আলমারির উপরে অভিনেত্রীর মায়ের ছবি রাখা আছে। আর পাশে রাখা একটা স্মারক।ছবিগুলির ক্যাপশানে কৌশাম্বি লিখেছেন, ‘Happy birthday Baba’।

এছাড়াও এই পোস্টের মাধ্যমে অনেকেই অভিনেত্রীর বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।গত মে মাসে  আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কৌশাম্বি চক্রবর্তী। বিয়ের এক মাস কাটতে না কাটতেই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে স্বাভাবিক ভাবেই ভেঙ্গে পড়েন অভিনেত্রী। এর পর নিজেকে সামাল দেবার চেষ্টা করে কৌশাম্বি জানিয়েছিলেন, তাঁর বাবার অনেক আগে থেকেই ক্যানসার ধরে পরে।মা চলে যাবার পর তাঁর মতো করে বাবাকে কে আগলে রাখবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়েন অভিনেত্রী। কৌশাম্বির কথায়, তাঁর মা ছিলেন দশভূজা। ঘরে-বাইরে সবটা সমালেছেন। সংসার, চাকরি, সন্তান কোনও দায়িত্ব থেকেই পিছপা হননি তিনি। তবে সদ্য অবসর নিয়েছিলেন। অবসরের পরবর্তী জীবন কীভাবে কাটাবেন সেই নিয়ে অনেক স্বপ্ন বুনেছিলেন অভিনেত্রীর মা। তবে আকস্মিক মায়ের মৃত্যুতে সবকিছু অধরায় থেকে গেলো।

Related Articles