বিনোদন

নয় মাসের সাধ খেলেন রাজ-পত্নী

Subhashree Ganguly

The Truth of Bengal: ক্যাপশনে লেখা ‘এত্ত আদর-যত্ন’। পরনে সাদা রঙের শাড়ি, সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ। সিঁথি ভরা সিঁদুর। কপালে লাল টিপ। হাতে শাঁখা-পলা। কানে-গলায় সোনার গয়না। সাবেকি সাজেই দেখা মিলল তাঁর। তিনি শুভশ্রী গাঙ্গুলি। নয় মাসের সাধ খেলেন রাজ পত্নী।

সামনে রাখা থালায় রয়েছে পঞ্চব্যাঞ্জন। কি নেই তাতে?  সাজানো আছে ভাত, পোলাও, বেগুন ভাজা, মাছের মাথা, ডাল, সবজি। হবু মায়ের সামনে পান পাতায় করে মিষ্টি পরিবেশন করতেও দেখা গেল। কোলে দেওয়া হল ফল। ধান-দুর্বা দিয়ে করা হল আশীর্বাদ।

আর পাঁচটা গৃহিণীর সাধের আয়জনে ঠিক যা যা থাকে একেবারে সেই রীতি অনুযায়ী শুভশ্রীর ঘটা করে সাধের অনুষ্ঠান হতে দেখা গেল।  অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাঁর ননদ, রাজ চক্রবর্তীর দিদি বনানী পাণ্ডে।

Free Access

Related Articles