বিনোদন

Sourav-Sana: বাবার সঙ্গে রং মিলন্তি পোশাকে মেয়ে, সানার সঙ্গে কোথায় একান্তে গেলেন সৌরভ?

Sourav-Sana: Where did Sourav go alone with Sana, a girl in a color matching dress with her father?

The Truth Of Bengal :  সম্প্রতি মেয়ে সানার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যা পোস্ট হতেই রীতিমত মন জিতে নিয়েছে নেটিজেনদের। ছবিতে দেখা যাচ্ছে, কোনও এক ক্যাফেতে বাবা- মেয়ে দুজনেই টেবিলে মুখোমুখি বসে আছেন। এদিন সানার পরনে ছিল সাদা রঙের টপ আর জিন্স। পায়ে সাদা স্নিকার্স, খোলা চুল। অপরদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরনে ছিল সাদা রঙের টি- সার্ট আর জিন্স।

মেয়ের একাবারে উলটো দিকেই বসে রয়েছেন বাবা। বাবার সাথে একেবারে রং মিলিয়ে ক্যাফেতে হাজির হয়েছিলেন সারা। এদিন সৌরভ তার ইন্সটাগ্রামে মেয়ের সাথে ছবি শেয়ার করে তার ক্যাপশানে লিখেছেন, “‘আমার সময় সানার সঙ্গে। কোণার এক কফি শপে”।

 

View this post on Instagram

 

A post shared by SOURAV GANGULY (@souravganguly)

আর বাংলার ‘মহারাজা’- র এই পোস্টকে অনেকেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কমেন্ট বক্সে উঠেছে কমেন্টের ঝড়। নেতিজেনদের মধ্যে একজন পোস্টের কমেন্টে লিখেছেন, “সানা কি মিষ্টি, আমার খুব ভালো লাগে”। অপর এক ব্যক্তি লিখেছেন, “শত কাজ থাকলেও, কুল ড্যাড হওয়ার কোনও সুযোগ ছাড়েন না দাদা, সাবাশ সৌরভ”। অন্য আরেক ব্যক্তি লিখেছেন, “সব বাবাদের শেখা উচিত! কীভাবে সময় দিতে হয় সন্তানকে”।

পড়াশুনোর জন্য বেশ কয়েক বছর ধরেই বিদেশে আছেন সৌরভ কন্যা সানা। সেখানে পড়াশুনো করে সেখানেই আপাতত চাকরি করছেন তিনি। তবে সৌরভ তাঁর লন্ডনের বাড়িতেই থাকেন। প্রতি মুহূর্তে মেয়েকে খুব মিস করেন বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়।

Related Articles