গ্ৰেফতার জাস্টিন টিম্বরলেক, কী কারনে গ্ৰেফতার জনপ্রিয় পপ তারকা ও অভিনেতা?
singer justin timberlake arrested and accused of drunk driving

The Truth Of Bengal: মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার করা হল মার্কিন পপ তারকা জাস্টিন টিম্বরলেক। সূত্রের খবর সোমবার রাতে জাস্টিন কে গ্রেফতার করা হয়েছে। এই পক পক মার্কিন তারকার বিরুদ্ধে নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো অভিযোগ তুলেছে পুলিশ। নিউইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়া হয় জাস্টিন টিম্বরলেক ।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার মাঝরাতে একটু হোটেলে তার এক বন্ধুর সাথে দেখা করতে যান জাস্টিন। বাড়ি ফেরার পথে হঠাৎই তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমনকি তার বিরুদ্ধে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এই পপ গায়ক কে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার আদালতে তার শুনানি হবে বলে জানা গেছে। তবে টিম্বরলেকের গ্রেফতারের বিষয়ে এখনো বিশদে জানাতে নারাজ পুলিশ। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত গায়কের বিরুদ্ধে কোন কোন ধারার অভিযোগ করা হয়েছে তা বিশদে ঘোষণা করা হবে মঙ্গলবার।
প্রসঙ্গত, পপ গানের দুনিয়ায় কয়েক বছরই নাম ধরে রেখেছেন জাস্টিন। গান গাওয়ার পাশাপাশি তিনি অভিনয় জগতেও নজর কেড়েছিলেন। তার অভিনয় করা কয়েকটি ছবির নাম হল – ‘ দ্য লাভ গুরু’ , ‘ দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ প্রমুখ ।