বিনোদন

শ্রদ্ধাকে তলব! ইডির নজরে আর কে কে?

shraddha kapoor

The Truth of Bengal: বেটিং অ্যাপ মামলায় একের পর বলিউড তারকাদের তলব করছে ইডি। এবার সেই তালিকায় নাম জুড়ল শ্রদ্ধা কাপুরের। মহাদেব বেটিং অ্যাপ মামলায় শ্রদ্ধাকে তলব করা হয়েছি্ল  শুক্রবার। তবে হাজিরার জন্য দুসপ্তাহ সময় চেয়ে নিয়েছে নায়িকা। তবে এই তালিকায় শুধু শক্তি কন্যায় নয় রয়েছে আরও একঝাক বলিউড তারকার নাম।

তালিকায় ইতিমধ্যেই রয়েছেন রণবীর কপূর , কপিল শর্মা , হুমা কুরেশিও হিনা খানও । এই সমস্ত তারকারা ছাড়াও ইডির নজরে রয়েছেন অন্তত ১৫-২০ জন বলিউড তারকা । যেমন সেই তালিকায় নাম রয়েছে গায়ক আতিফ আসলাম , রাহত ফতেহ আলি খান , বিশাল দাদলানি , সুখবিন্দর সিংহ , নেহা কক্কর । এছাড়াও এই তালিকায় রয়েছেন টাইগার শ্রফ , এলি আব্রাম, সানি লিওনি , ভাগ্যশ্রী , পুলকিত সম্রাট , কৃতি খরবান্দা, নুসরত ভারুচার মতো অভিনেতার নামও।

ইডির স্ক্যানারে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিংহ , কৃষ্ণা অভিষেকও । এবার সেই তালিকায় ঢুকে গেলেন শ্রদ্ধা কপূরও। এদিকে শুক্রবার অভিনেত্রীকে ডাকা হলেও হাজিরার জন্য ২ সপ্তাহ সময় চেয়েনিয়েছেন নায়িকা। তবে নায়িকা কবে ইডির মুখোমুখি হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Free Access

Related Articles