বিনোদন

বয়সে ছোট সিন্ধি ব্যবসায়ীর সাথে প্রেম করছেন শ্রদ্ধা?

Shraddha is in love with a young Sindhi businessman?

Truth Of Bengal: বরাবরই ভক্তদের পছন্দের তালিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। শুধুমাত্র যে অভিনেত্রী তাঁর অনস্ক্রিন কাজের জন্য জনপ্রিয় তা নয়, বরং তাঁর মিষ্টি স্বভাবের কারণেও সে সকলের নজর কেড়েছেন।  বরাবরই নিজের মনের কথা খোলাখুলি সকলের সামনে তুলে ধরেন স্ত্রী অভিনেত্রী। কিন্তু প্রেম জীবন নিয়ে অভিনেত্রী রা পর্যন্ত কাটেন না। চলতি বছরের শুরুর দিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে রাহুল মোদীর সঙ্গে প্রথম জনসমক্ষে হাজির হওয়ার পর ভক্তরা ভেবেছিলেন অভিনেত্রী বোধহয় খুব শীঘ্রই তাঁদের সম্পর্ককে অফিসিয়াল করবেন। যদিও বাস্তবে তা হয়নি।

পরিবর্তে, তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। শ্রদ্ধা তু ঝুঠি ম্যায় মক্কার (২০২৩) এর লেখক এবং তার কুকুরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দেন। এই ‘আনফলোয়িং’ ঘটনাটি ভক্তদের নজরে আসে তবে সেই সময়ে শ্রদ্ধা তাঁর হরর কমেডি স্ত্রী  এর প্রচারে ব্যস্ত হয়ে পড়েন। আর সেই কারণেই ছবির বক্স অফিস সাফল্য কিছু সময়ের জন্য শ্রদ্ধার ব্যক্তিগত জীবন থেকে সব ফোকাস সরিয়ে দেয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ‘পার্টনার’-এর কথা বলেন অভিনেত্রী আর তারপরই শুরু হয় জোড় গুঞ্জন।

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি তাঁর প্রিয় মানুষের সাথে সময় কাটাতে বেশ পছন্দ করেন আর তারপরই দানা বেঁধেছে অভিনেত্রী কী তাহলে প্রেমে পড়েছেন। এই জল্পনার মাঝেই একটি পোস্ট মারফত শোনা যাচ্ছে, সিন্ধি ব্যবসায়ীর প্রেমে মজেছেন শ্রদ্ধা।ওই ব্যবসায়ীর সাথে নাকি ডেটিংও সেরে ফেলেছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। দিল্লিতে স্ত্রীর প্রচারের সময় অভিনেত্রী এবং বয়সে ছোট ওই সিন্ধি ব্যবসায়ী এক ফ্রেমে ধরা দিয়েছিল বলেও শোনা যাচ্ছে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসতে পারেন বলে সামনে আসে সেই তথ্য। তবে এই বিষয়ে অভিনেত্রী নিজে কিছু স্পষ্ট করে জানাননি।

Related Articles