বিনোদন

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম ‘জীবন্ত বস্তু’

Short film 'Jibonto Bostu' to be released in December

Truth Of Bengal: সুনন্দা বিশ্বাস : ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম ‘জীবন্ত বস্তু’। গল্প চিত্রনাট্য করেন এবং নির্দেশনায় বাদল সরকার। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কল্পতরু জী। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয়ে যুক্ত আছেন আনন্দ চক্রবর্তী, রাজকুমার সেন, প্রশান্ত সরকার, সোনালী জানা, হংস্বতী দাস ও দীপান্বিতা দাস।

সিনেমা জগতে রূপসজ্জার গুরুত্ব অনেকখানি। আর এই রূপসাজ্জায় উজ্জল (ঝন্টু) সেনশর্মা, চিত্রগ্রহণ ও সম্পাদনা অনিক দাস (লাল্টু)।নেপথ্য সংগীত ওম অরূপ। ব্যবস্থাপনায় বর্ণালী ভয়েজ টেক স্টুডিও।

এই গল্পে নির্দেশক তথা লেখক বোঝাতে চেয়েছেন বস্তুও জীবন্ত। সে এক চমৎকার বিশ্লেষণ। জানতে হলে অপেক্ষা করতে হবে। ছবিটি মুক্তি পেতে চলেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তাই আর একটু অপেক্ষা। তারপর হাজির হবে ‘জীবন্ত বস্তু’।