
The Truth Of Bengal : ‘লিও’, তামিল সিনেমা জগতের চলতি বছরের সবথেকে জনপ্রিয় সিনেমা। অ্যাকশন থ্রিলার এই সিনেমাটির পরিচালনা করেছেন যেটি লোকেশ কানা রাজ। থালাপতি বিজয় অভিনীত এই সিনেমা বড় পর্দায় মুক্তির পর বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল। সিনেমাটি বক্স অফিসে ৬০০ কোটিরও বেশি আয় করেছে। ২০২৩ সালের তামিল চলচ্চিত্রগুলির মধ্যে সর্বোচ্চ আয়কারী এই সিনেমা।
শুধু তাই নয় সিনেমাটি তার গল্প, চিত্রনাট্য থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য, সবকটি বিষয়ের জন্যই সমালোচকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে এবার নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে লিও। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এর ট্রেলার। বিশ্বব্যাপী সিনেপ্রেমী দর্শকদের কাছে ওয়েব প্লাটফর্ম এর মাধ্যমে পৌঁছে যাবে এই সিনেমা। নেটফিক্সের ভারতীয় চলচ্চিত্রের তালিকায় বিশ্বব্যাপী ১০টি নামের মধ্যে রয়েছে এই সিনেমার নাম। ট্রেলারেই বিজয়ের অ্যাকশন দক্ষতা এবং রোমান্টিক ব্যক্তিত্বের পরিচয় পাওয়া গিয়েছে।
এছাড়াও এই সিনেমায় দেখতে পাওয়া যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তকে। সুতরাং বোঝাই যাচ্ছে এবার তামিল চলচ্চিত্রের সম্ভাবনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এই সিনেমাটা দেখতে পাওয়া যাবে বিজয় থালাপাতি, সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম মেনন, মাইসকিন এছাড়াও আরো বেশ কিছু তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী। এবার শুধু এটাই দেখার যে দক্ষিণ ভারতের সুপার হিট সিনেমা নেটফ্লিক্স থেকে ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে।
FREE ACCESS