
The Truth Of Bengal: শুক্রবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন বলিউড অভিনেতা, চিত্রনাট্যকার এবং পরিচালক সৌরভ শুক্লা। নন্দনে তিনি শুক্রবার দুপুরে সিনেমায় অভিনয়ের একটি মাস্টার ক্লাসে অংশগ্রহণ করেন।সেখানে নিজের দীর্ঘ ৩০ বছরের অভিনয় জীবনের নানান অভিজ্ঞতা কলকাতার সিনেপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিলেন সৌরভ শুক্লা।
তিনি এলেন ,দেখলেন এবং জয় করলেন শহরবাসীর মন। তিনি বলিউডের দাপুটে অভিনেতা সৌরভ শুক্লা। বৃহস্পতিবার রাধা স্টুডিও পর শুক্রবার নন্দনে মাস্টার ক্লাসে সকলের মন জয় করে নিলেন তিনি। নাটক থেকে সিনেমা আর এখন ওয়েবে চুটিয়ে অভিনয় করছেন তিনি। তাসত্বেও তিনি মনে করেন মিডিয়াম আলাদা হলেও তার কাছে অভিনয় মানে শুধু অভিনয়ই।
থিয়েটারে অভিনয় দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেন সৌরভ শুক্লা। এখনও সিনেমার পাশাপাশি থিয়েটার করেন এনএসডি-র এই প্রাক্তনী। তাই, এদিনের সভায় থিয়েটারে অভিনয়েরও রণকৌশল তিনি শিখিয়ে দিলেন টলিউডের শিল্পীমহলকে।
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রতিদিনই তারকার সমাবেশ হয় এই ধরণের আলোচনা সভায়। তবে, এদিন একদম ঘরোয়া আড্ডায় সহজ-সরল ভাষায় প্রত্যেককে সিনেমার পাঠ পড়িয়ে গেলেন বাংলার জামাই সৌরভ শুক্লা।
Free Access