বিনোদন

ফের বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত! ১৬ বছর পর কেন আবার সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা?

Sanjay Dutt on the verge of marriage again! After 16 years, why did the actor get tied up again?

Truth Of Bengal: বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত ফের বিয়ের পিঁড়িতে বসেছেন। সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে গেরুয়া রঙের পাঞ্জাবি এবং ধুতিতে বরবেশে হাজির হন তিনি। তবে এই বিয়ের খবর নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠছে, ১৬ বছর পর কেন আবার সাত পাকে বাঁধা পড়লেন সঞ্জয়?

আসলে, সঞ্জয় দত্ত সম্প্রতি নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন। দুর্গাপুজোর আবহে এই গৃহপ্রবেশ অনুষ্ঠানের মধ্যেই স্ত্রী মান্যতাকে নিয়ে ফের সাত পাকে বাঁধা পড়েছেন সঞ্জয়। জানা গিয়েছে, নতুন বাড়িতে প্রবেশের পর পুনরায় বিয়ের মাধ্যমে সংসারের অটুট থাকার বিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। তবে মান্যতা শুধু তার স্ত্রী নন, তিনি সঞ্জয়ের ম্যানেজার হিসেবেও কাজ করেন, যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

অন্যদিকে, সঞ্জয়ের জীবনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের ভিসা না পাওয়ার কারণে হাতছাড়া হয়েছে তার অভিনীত ‘সন অফ সর্দার ২’ ছবি। এই ছবিতে সঞ্জয়ের পরিবর্তে এন্ট্রি নিয়েছেন রবি কিষাণ।

সঞ্জয়ের এই নতুন জীবনের দিগন্তে শুভ কামনা জানানোর পাশাপাশি, ভক্তদের মধ্যে এক অন্যরকম আলোচনা শুরু হয়ে গেছে।

Related Articles