বিনোদন

Salman Khan: বিজ্ঞাপন নিয়ে বিপাকে ভাইজান! নোটিস জারি করল রাজস্থান ভোক্তা আদালত

Truth of Bengal: বলিউড সুপারস্টার সলমন খানের বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে রাজস্থানের কোটা জেলা ভোক্তা আদালত নোটিস জারি করেছে। রাজশ্রী পান মশলা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর অভিনীত একটি বিজ্ঞাপন ঘিরে এই আইনি জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ, এই বিজ্ঞাপনটি সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করছে এবং দেশের যুবসমাজকে ক্ষতিকর পণ্যের দিকে উৎসাহিত করছে।

রাজস্থান হাইকোর্টের সিনিয়র আইনজীবী এবং বিজেপি নেতা ইন্দর মোহন সিং হানি কোটা ভোক্তা আদালতে এই অভিযোগটি দায়ের করেছেন। তাঁর অভিযোগের মূল বিষয় হলো, রাজশ্রী পান মশলা সংস্থা এবং অভিনেতা সলমন খান যৌথভাবে যে প্রচার চালাচ্ছেন, সেখানে পণ্যটিকে “কেশর মেশানো এলাচ” অথবা “কেশরযুক্ত পান মশলা” বলে দাবি করা হচ্ছে।

অভিযোগকারী ইন্দর মোহন সিং হানির যুক্তি, বর্তমানে এক কিলোগ্রাম কেশরের দাম যেখানে প্রায় ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার একটি পণ্যে কেশর থাকার দাবি একেবারেই ভিত্তিহীন ও অবাস্তব। হানির মতে, এই ধরনের বিজ্ঞাপন কেবল প্রতারণামূলকই নয়, বরং এটি দেশের তরুণ প্রজন্মকে পান মশলা সেবনের দিকে ঠেলে দিচ্ছে, যা মুখগহ্বরের ক্যানসারের মতো মারাত্মক রোগের অন্যতম প্রধান কারণ।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে হানি আরও জানান, সলমন খান দেশের অসংখ্য তরুণের আদর্শ। তাঁর মতো একজন তারকা যখন নেশা-সৃষ্টিকারী বা ক্ষতিকর পণ্যের প্রচার করেন, তখন সেটি সামাজিকভাবে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যেখানে বিদেশে চলচ্চিত্র তারকারা ঠান্ডা পানীয়র মতো পণ্যের প্রচার করতেও অনীহা দেখান, সেখানে আমাদের দেশের তারকারা পান মশলার মতো নেশার জিনিসের বিজ্ঞাপন করছেন।

প্রাপ্ত তথ্যানুসারে, সলমন খান রাজশ্রী সংস্থার ‘রাজশ্রী এলাচি’-র বিজ্ঞাপনে মুখ হয়েছেন। যদিও একই সংস্থা পান মশলাও তৈরি করে, তবে অভিনেতা সরাসরি সেই পণ্যের বিজ্ঞাপনে অংশ নেননি। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কোটা ভোক্তা আদালত অভিনেতা সলমন খান এবং সংশ্লিষ্ট সংস্থাকে বিস্তারিত জবাব দেওয়ার জন্য নোটিস দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৭ নভেম্বর ধার্য করা হয়েছে।

Related Articles