বিচ্ছেদের গুঞ্জন আরও ফিকে, ফের একসঙ্গে ক্যামেরাবন্দি অভিষেক-ঐশ্বর্য
Rumors of separation fade, Abhishek-Aishwarya caught on camera together again

Truth Of Bengal: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। বিগত দের বছর ধরে ঘুরছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। যা নিয়ে সমালোচনার শেষ নেই নেটিজেনদের। তবে তাদের বিবাহ বিচ্ছেদ শুধুই যে গুঞ্জন তার প্রমাণ বারে বারে মিলেছে। এবার আরও কাছাকাছি অভিষেক-ঐশ্বর্য।
রংমিলান্তি পোশাকে একসঙ্গে ফ্রেমবন্দি ঐশ্বর্য এবং অভিষেক। এদিন অভিষেকের পরনে ছিল আইভরি রঙের গলাবন্ধ আর ঐশ্বর্য পরেছিলেন একই রঙের আনারকলি। তবে জানেন কি কথায় একসঙ্গে ক্যামেরাবন্দি জুনিয়র দম্পতি?
View this post on Instagram
সম্প্রতি ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ফ্রেমবন্দি হন অভিষেক-ঐশ্বর্য। মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে একসঙ্গে দেখা যায় জুনিয়র দম্পতিকে। সেখানেই উপস্থিত ছিলেন ইসকনের মহারাজ।
সেই ছবি পোস্ট করা হয়েছে হরিনাম দাসের ইনস্টাগ্রামে। এদিন বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও এ দিন পেয়েছেন তাঁরা। এদিন অভিষেক-ঐশ্বর্য দুজনকেই দেখা গেল হাসি মুখে। অতএব তাদের বিচ্ছেদের গুঞ্জন যে শুধুই রটনা তা আবারও প্রমাণ হলো।
উল্লেখ্য, বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্যকে। মেয়ের জন্মদিনের পার্টিতে একছাদের তলায় দেখা গিয়েছিল তারকাদম্পতিকে। এরপর এক অনুষ্ঠানেও মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা যায় জুনিয়র বচ্চন দম্পতিকে। আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছে।
ঐশ্বর্যর ওড়না ঠিক করতে দেখা গিয়েছিল জুনিয়র বচ্চনকে। এখানেই শেষ নয় কিছুদিন আগেই একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারকা দম্পতি। অর্থাৎ বিগত কিছু সময়ে বারবার একসঙ্গে ঐশ্বর্য-অভিষেকের উপস্থিতি প্রমাণ করছে তারা এখনো একসঙ্গে আছেন। আর এবার রংমিলান্তি পোশাকে একসঙ্গে ফ্রেমবন্দি ঐশ্বর্য এবং অভিষেকের উপস্থিতি ফের প্রমাণ করল তাঁরা একসঙ্গেই আছেন।