নীল জলে রোম্যান্টিক কাঞ্চন – শ্রীময়ী

THE TRUTH OF BENGAL : বিয়ের পর কেটেছে কয়েকটা মাস , এখনো সেভাবে নতুন বউ এর সঙ্গে ঘুরতে যাওয়া হয়নি কাঞ্চন মল্লিকের। তাই এবার একেবারে সারপ্রাইজ। নতুন বউকে সঙ্গে নিয়ে নিভৃতে – নিরালায় চলে গেলেন মধুচন্দ্রিমায়। গন্তব্য কোথায় তা অবশ্য জানান নি দম্পতি। তবে তা জানতে বাকি নেই অনুরাগীদের। শ্রীময়ী কাঞ্চনের রসায়ন হট কেকের মতো সোশ্যাল মিডিয়ায় নানান সময়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে । এক্ষেত্রেও একই বিষয়।মুচমুচে খবরের মতো তাদের দিকে নজর অনুরাগীদের । তারা কোথায় গেলেন তা নিয়ে বেশ আগ্রহ রয়েছে সকলের মধ্যে। দম্পতি মালদ্বীপে গিয়েছেন মধুচন্দ্রিমায় । সেখানে নিভৃতি নিরালয় সমুদ্রের পাড়ে একান্তে সময় কাটাচ্ছেন দুজন ।
View this post on Instagram
<এদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। নতুন বরকে নিয়ে নানান পোজে অবতীর্ণ হয়েছেন তিনি । তবে তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো তার বিকিনি পরা ছবি। হোটেলের ঘর সংলগ্ন পুলের জলের কাছে বসে লাল বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। নীল জল – লাল বিকিনিকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী ।নীলাভ পরিবেশে অভিনেত্রী আরো আকর্ষণীয় হয়ে উঠেছেন । আবার হোটেলের ঘরে বিছানার উপর লাল ফুল দিয়ে সাজানো। আর এই ছবিগুলো দেখে হাজারো কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চনের থেকে এখানে উপহার পেয়ে ভীষণ খুশি শ্রীময়ী । উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ের সারেন শ্রীময়ী কাঞ্চন। তারপর মার্চে সামাজিক মতে বিয়ে করেন তারা মধুচন্দ্রিমা যাবেন বলে মনস্থির করে রেখেছিলেন আগে। আর এবার সোজা চলে গেলেন নিভৃতে নিরালায়।