বিনোদন
Trending

ফের অ্যাভেঞ্জারসে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে, সুপার হিরোর বদলে নতুন চমক মার্ভেলের

Robert Downey Jr. will be seen again in Avengers, Marvel's new surprise instead of superhero

The Truth Of Bengal : HE IS BACK!!! মার্ভেলের অ্যাভেঞ্জারসে ফের একবার দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। তবে এবার আর আয়রন ম্যান হিসেবে সুপার হিরো চরিত্রে দেখা যাবে না তাঁকে। এবার তাঁকে ‘অ্যাভেঞ্জার: ডুমস ডে’-তে দেখা যাবে খলনায়কের চরিত্রে। শনিবারই সান দিয়েগোতে কমিকন-এর স্টুডিতে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা করা হয়।

বহুদিন ধরেই আয়রন ম্যান হিসেবে মন অনুরাগীদের মন জয় করে এসেছেন রবার্ট ডাউনি জুনিয়র। ২০১৯ সালে মুক্তি পায় মার্ভেল ইউনিভের্সের ‘অ্যাভেঞ্জারস:এন্ডগেম’। সেখানেই দেখা শেষবারের মতো আয়রন ম্যান হিসেবে তাঁকে দেখা যায়। ছবিতে দুর্ধর্ষ থ্যানোসের সঙ্গে লড়াইতে আয়রন ম্যান চরিত্রের মৃত্যু হয়। তারপর থেকেই আর আয়রন ম্যানকে আর দেখা যাবে না বলে অনুরাগীরা বড়ই হতাশ হয়ে পড়েন। অনুরাগীরা প্রতীক্ষা করতে থাকেন কবে আবার রবার্টকে অ্যাভেঞ্জারসে দেখা যাবে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও অ্যাভেঞ্জারসে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। তবে এবার কিন্তু তাঁকে আর আয়রন ম্যানের চরিত্রে দেখা যাবে না। এবার আর তিনি সুপার হিরো নন এবার তিনি খলনায়ক।

‘অ্যাভেঞ্জার: ডুমস ডে’-তে ডঃ ডুমের চরিত্রে অভিনয় করবেন রবার্ট। এই ডঃ ডুম মূলত ফ্যান্টাস্টিক ফোরের খলনায়ক। কিন্তু চরিত্র বহু অ্যাভাঞ্জার্সেরই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সেই চরিত্র নিয়েই এবার অ্যাভেঞ্জারস ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর মে মাসে রুশো ব্রাদার্সের পরিচালনায় ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে। সুপার হিরো না হোক খলনায়কের চরিত্রে রবার্টকে দেখা যাবে জানতে পেরে বেজায় খুশি অনুগামীরাও।

 

Related Articles