বিনোদন

শাঁখবাজিয়ে প্রতিবাদ ঋতুপর্ণা সেনগুপ্তর, ট্রোলের জেরে মুছলেন সেই ভিডিও

Rituparna Senguptar protested by playing the conch, deleted the video due to trolls

Truth Of Bengal: ১৫ অগস্ট সকালে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শাঁখ বাজিয়ে আরজি কর কান্ডের ঘটনায় প্রতিবাদের সামিল হয়েছিলেন। এরপর শাঁখ বাজিয়ে প্রতিবাদের সেই ভিডিও শেয়ার করতেই নিমেশের মধ্যেই চারদিকে মিমের বন্যা বয়ে যায়। অভিনেত্রীর এই শেয়ার করা ভিডিও দেখে কেউ কেউ বলেছেন, ‘চুষে শাঁখ থেকে জল খাচ্ছেন’!

তবে শুধু সাধারণ মানুষই নয়, একাধিক তারকাও ঋতুপর্ণার এই ভিডিয়ো নিয়ে সরব হয়েছিলেন। আর এরপরই অভিনেত্রী ঋতুপর্ণাকে নিজের ওয়াল থেকে সেই শেয়ার করা ভিডিও সরিয়ে নিতে দেখা গেল। বিতর্ক থেকে পিছু হটতেই ভিডিও মুছে ফেলার মতো এহেন সিদ্ধান্ত নিয়েছিলেন ঋতুপর্ণা , এই নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই একজন কমেন্টে লিখেছেন, ‘এটা জল শঙ্খ রে পাগলি, এটা ফু দিয়ে ফুটো করে দিলেও আওয়াজ হবে না। ইতি পোসেনজিত’।

দ্বিতীয়জন লেখেন, ‘প্রথমত, আপনার শঙ্খ পরে বাজছে আর মিউজিকটা একটু আগে স্টার্ট হয়েছে। দ্বিতীয়ত, দিদিভাই ওটা চোষে না আপনার ক্যালসিয়াম দরকার হলে ট্যাবলেট খান। আর তৃতীয়ত, শঙ্খ বাজালে মুখটা আই মিন গালগুলো ফুলে যায়, চুপসে যায় না। দিদি এটা খুব সেনসিটিভ ইস্যু একজন নারী হিসাবে এটা আপনার ভাবা উচিত। এটা নাটকের রঙ্গমঞ্চ না প্রপ নিয়ে আপনি নাটক করে করবেন। মন থেকে চাইলে করবেন। সবাই বলছে, না বললে লোকে কথা শোনাচ্ছে, তাই একটা অভিনয় করে দেই, এমনটা করবেন না। শুধু আপনি না, অনেকেই করছেন।’

শুধু ঋতুপর্ণা সেনগুপ্ত নন, নেটমাধ্যমে চরম ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও।বাংলার দিদি নম্বর ১, মহানায়ক পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রচনা একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে কেঁদে ফেলতে দেখা যায়। আর রচনার সেই কান্নার ভিডিওকে অনেকেই ‘নাটক’ আখ্যা দিয়েছে।এমনকি সাহানা বাজপেয়ী, শ্রীলেখা মিত্রকেও রচনার কান্নার ভিডিও নিয়ে ট্রোল করতে দেখা গেছে।

অভিনেত্রী ঋতুপর্ণা যদিও তাঁর শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই মুছে ফেলেছেন। তবে টলি-তারকাদের উপর ক্রমশ জনরোষ বেড়েই চলেছে। প্রথমদিকে খুব কম সংখ্যক তারকাদেরই এগিয়ে আসতে দেখা গিয়েছিল। সৃজিত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী থেকে দেব, অনেক সাধারণ মানুষই পছন্দের পরিচালক-নায়কদের ব্যবহারে কষ্ট পেয়ে ইতিমধ্যেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Related Articles