Truth Of Bengal: রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে নিয়ে এখন সিনেমা দুনিয়ায় জল্পনা তুঙ্গে। যদিও দু’জনই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর প্রকাশ করেননি, কিন্তু গুঞ্জনগুলো সম্পূর্ণ অস্বীকারও করেননি। ফলে ভক্তদের কৌতূহল ক্রমশ বেড়ে চলেছে, এবং তাঁদের ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্তই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
কিছুদিন আগে রশ্মিকাকে শ্রীলঙ্কায় দেখা যায়, সঙ্গে ছিলেন তাঁর ‘গার্ল গ্যাং’। এই সফরের ছবি নেটিজেনদের নজরে আসতেই কেউ কেউ ধরে নেন, এটি হয়তো তাঁর ব্যাচেলরেট ট্রিপ। ইন্ডাস্ট্রির ভিতরে জল্পনা, আগামী ২৬ ফেব্রুয়ারি রশ্মিকা বিজয়ের সঙ্গে চার হাত এক করবেন। শ্রীলঙ্কা সফর শেষ হতেই নতুন গুঞ্জন ছড়ায়, বলা হচ্ছে, বিয়ের আগে রশ্মিকা বিজয়ের সঙ্গে ‘প্রি-হানিমুন’ করতে বিদেশে পাড়ি দিয়েছেন, এবং গন্তব্য হিসেবে রোমকে বেছে নেওয়া হয়েছে।
View this post on Instagram
রশ্মিকা বা বিজয় এ পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। তবে সোশাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে রহস্য আরও ঘনীভূত হয়েছে। রোমে দু’জনের পোস্ট করা ছবির লোকেশন ও পরিবেশ একেবারে মিলে যাচ্ছে, যা ভক্তদের নজরে এসেছে। নিউ ইয়ার উপলক্ষে বিজয় একটি ছবি পোস্ট করেন, সেখানে তিনি লিখেছেন, “নতুন বছরের শুভেচ্ছা। আমরা একসঙ্গে আগামী দিনে আরও অনেকটা পথ চলব। একসঙ্গে বড় হব, ভালবাসা ছড়িয়ে দেব সকলের মধ্যে। অনেকটা ভালবাসা।” এই বার্তাই নতুন করে আগুনে ঘি ঢেলে দিয়েছে।
সিনেমা দুনিয়ায় আরও খবর ঘুরছে, ফেব্রুয়ারিতে রাজস্থানে রাজকীয় আয়োজনের মধ্যে রশ্মিকা ও বিজয় সাতপাক ঘুরবেন। গোপনে দু’জনের বাগদান সম্পন্ন হয়েছে বলেও সূত্রে জানা গেছে। জানা গেছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে উদয়পুরের এক রাজপ্রাসাদে তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। বিয়ের আগে তাঁদের কিছু ‘আদুরে’ ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় শোরগোল সৃষ্টি করেছে।



