বিনোদন

ফের বিপাকে রণবীরের ‘রামায়ণ’! কেন বারবার ধাক্কা খাচ্ছে এই ছবি?

Ranveer's 'Ramayan' is in trouble again! Why is this picture repeatedly bumping?

The Truth Of Bengal :  শুটিং শুরু হতে না হতেই ফের বিপাকে পড়ল রণবীরের রামায়ণ। তবে এটা যে শুধুমাত্র প্রথমবার তা নয়, এর আগেও বহুবার গুঞ্জন উঠেছিল অর্থের অভাবে হয়ত বন্ধ হতে পারে ‘রামায়ণ’। কিন্তু সব জল্পনাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল ছবির শুটিং। শুধু তাই নয় কিছুদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল রণবীরের ‘রাম’ অবতারের ছবি। কিন্তু এবার প্রকাশ্যে এল আরেক চাঞ্চল্যকর তথ্য। রামায়ণের স্বত্ত্ব নিয়ে দুই প্রযোজনার সংস্থার মধ্যে নাকি তুমুল অশান্তি বেধেছে। আর শুধুমাত্র এই কারণেই নাকি বন্ধু হতে পারে রামায়ণ ছবির শুটিং।

বলিউড সূত্রে খবর, ছবির অন্যতম প্রযোজনা সংস্থা মধু মন্টেনার সঙ্গে প্রাইম ফোকাস টেকনোলজিসের যদিও বা বেশ কয়েকদিন ধরে আর্থিক লেনদেনের সমস্যা নিয়ে বচসা চলছিল। রামায়ণ নামে স্বত্ত্ব কিনে রেখেছিলেন প্রাইম ফোকাস টেকনোলজিস। কিন্তু মন্টেনা প্রযোজনা সংস্থাকে তা বিক্রির সময় যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছিল তা পায়নি বলেই খবর। অপরদিকে মন্টেনা প্রযোজনা সংস্থা জানায়, ‘রামায়ণ’ নামের এই প্রোজেক্টটি একেবারেই তাদের নিজস্ব।

এই বচসার মধ্যে পড়ে দক্ষিণী ছবির তারকা যশ জানান, “এই ছবি একেবারেই স্বপ্নের মত। ইতিমধ্যেই ভি এফ এক্স এর কাজ শুরু হয়েছে। তাই এইসব সমস্যা কাটিয়ে শীঘ্রই ফের শুটিং শুরু হবে। পরিচালকের সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে।”

সূত্রের খবর, ২০২৫ সালে দিওয়ালির আগে ছবিটির ট্রেলারের প্রথম পর্বের কাজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট তিনটি পার্টে তৈরি হবে ‘রামায়ণ’। ছবিটিতে সুর্পনখার ভূমিকায় দেখা যেতে পারে রকুলপ্রীত সিং কে। বৈকের চরিত্রে থাকবেন মনীষা কৈারালা।

Related Articles