বিনোদন

ব্যাথা অনুভবের জন্য কী কান্ডটাই বাঁধালেন না রণবীর, জ্ঞান হারান অভিনেতা

Ranveer did not do anything to feel the pain, the actor lost consciousness

Truth of Bengal; সময়ের সাথে সাথে বলিউড অভিনেতা রণবীর সিং পেরিয়েছে এক দশকেরও বেশি সময়। একের পর এক বলিউড ছবি দর্শকদের উপহার দিয়ে সাফল্যের সিঁড়িতে পৌঁছেছেন অভিনেতা। পিছন ফিরে আর তাকাতে হয়নি অভিনেতাকে। রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবত-এর মতো ছবির পাশাপাশি দিল ধড়কনে দো কিংবা সিম্বার মতো ছবিতে দক্ষতার সাথে অভিনয় করেছেন অভিনেতা।

রণবীর তাঁর কেরিয়ারের একদম শুরুতেই একটি পিরিয়ড ছবিতে কাজ করেছিলেন, যা বক্স অফিসে তেমন ভাবে কোনও সাড়া না ফেললেও দর্শকদের মনে বেশ জায়গা করে নিতে পেরেছিল। ২০১৩ সালে রণবীর সিং অভিনীত ‘লুটেরা’ ছবি মুক্তি পায়। যা দর্শকদের মুগ্ধ করেছিল। ছবিটিতে সোনাক্ষী সিনহার সঙ্গে রণবীরের রসায়নে নজর কেড়েছিল দর্শকদের। এই ছবির সেটের এক অজানা কাহিনী সম্প্রতি ফাঁস করলেন পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানি।

ছবিটির অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালকের গলায় শোনা যায়, ‘আমরা মার্চ মাসে ডালহৌসিতে দু’দিন ব্যাপি টানা শুটিং করে গেছি। এবং সেই সময়ে অভিনেতা রণবীর পিঠে খুব খারাপ ভাবে আঘাত পেয়েছিল। তবে অভিনেতা জানান, যে তিনি ভালো আছেন। পরবর্তীতে আমরা একটি দৃশ্যের শুটিং করেছি যেখানে রণবীর অভিনীত চরিত্রটি তার কোমর থেকে গুলি বের করবে।

তা জানতে পেরে অভিনেতা উন্মাদনার সাথে ব্যথা অনুভব করে পর্দায় সেই দৃশ্য ফুটিয়ে তোলার দাবি প্রকাশ করে।’বিক্রম আরও বলে, গুলিবিদ্ধ অবস্থার দৃশ্য ফুটিয়ে তুলতে রণবীর তাঁর কোমরে কিছু কাগজ আটকানোর ক্লিপ চিপকে দিয়ে পাহাড়ের উপরে এবং নীচে দৌড়াতে শুরু করেন। যাতে অভিনেতাকে বিধ্বস্ত দেখায়। পরিচালকের কথায় রণবীর ফিরে এলে আবার পুরোদমে শুটিং শুরু হয়। তবে দিনের শেষে যখন রণবীর কোমর থেকে ওই ক্লিপগুলি বের করে নেন, তখন চরম ব্যাথা অনুভব করে অভিনেতা। শুধু তাই নয়, রণবীর জ্ঞান পর্যন্ত হারান।

Related Articles