রাজ-শুভশ্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে বলিউডের পরিণীতা, কী কী ছিল মেনুতে?
Raj-Shubashree hosted lunch Bollywood Parineeta, what was on the menu?

Truth Of Bengal : রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজ ‘পরিণীতা’র শ্যুটিংয়ের জন্যমুম্বই ছেড়ে কলকাতায় রয়েছেন অভিনেত্রী অদিতি পোহানকর। তবে এবারের রাজের বলিউড ডেবিউ সিরিজে পরণীতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের অদিতিকে। কলকাতার নানা প্রান্তে শুরু হয়েছে শ্যুটিং। তবে কলকাতায় শ্যুটিং করছেন, আর অদিতিরা বাংলার ‘পরিণীতা’কে একবার চাক্ষুস দর্শন করবেন না তা আবার কখনো হয়? বাংলার ‘পরিণীতা’ অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।
View this post on Instagram
রাজের আমন্ত্রণে সাড়া দিতে ইতিমধ্যেই পরিচালকের নিজের ফ্ল্যাটে পা রাখলেন অদিতি পোহানকর। সেখানেই শুভশ্রী-রাজের সঙ্গে একসাথে মিলে মধ্যাহ্নভোজ সারলেন তাঁরা। তবে শুধু অদিতিই নয়, উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা প্রিয়াংশু পাইনুলিও। জানা যাচ্ছে, বাংলায় যে চরিত্রটিতে আদৃত রায়কে দেখা গিয়েছিল, সেই চরিত্রে এবারে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াংশুকে। তবে এখন আলোচনার বিষয়ে রয়েছে, রাজ-শুভশ্রীর বাড়িতে এই বিশেষ মধ্যাহ্নভোজের ঠিক কী কী মেনু ছিল?
পোস্ট করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেনুতে পুরো বাঙ্গালিয়ানার ছোঁয়া। মেনুতে কী নেই ? বাসন্তী পোলাও মাংস থেকে শুরু করে বাদ নেই লুচি, বেগুনভাজা আলুরদম।আরও কত কী…। ছিল শসার স্যালাডও। কাঁসার থালা বাটিতে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল খাবার। সমাজ মাধ্যমে পোস্ট করা ওই খাবার ভিডিওতে ইতিমধ্যেইকমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ‘টলিউডের পরিণীতা’-ই সেরা। কেউ আবার লিখেছেন, ‘৪ জনকেই শুভেচ্ছা’। কারোর প্রশ্ন ছিল, তবে কি ‘পরিণীতার হিন্দি ভার্সান আসতে চলেছে শেষমেষ? প্রসঙ্গত, ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে বানানো ‘পরিণীতা’ ছবিটিরই হিন্দি ভার্সান আনতে চলেছেন রাজ চক্রবর্তী। জানা যাচ্ছে, এবার সিনেমা নয়, তৈরি হচ্ছে সিরিজ।আর রাজের এই বলিউড ডেবিউ সিরিজে পরিণীতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মারাঠি অভিনেত্রী অদিতি পোহানকরকে। আর ‘বাবাইদা’ হৃত্বিক চক্রবর্তীর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরিণীতার নীরব প্রেমিকের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াংশু।