রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য কর্মবিরতির নির্দেশ
Rahul Mukherjee suspended for three months

The Truth Of Bengal: পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য কর্মবিরতির নির্দেশ দিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) যার জেরে রীতিমতো ক্ষুব্ধ পরিচালক রাজ চক্রবর্তী। এমনকি বিরক্তি প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় খোদ।কিন্তু প্রশ্ন উঠছে কেন আচমকা এমন সিদ্ধান্ত নিলো ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।
সূত্রের খবর , পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মভঙ্গ করার অভিযোগ রয়েছে। নিয়মবিরুদ্ধভাবে শ্যুটিং করেছেন রাহুল। আর এই অভিযোগের ভিত্তিতে এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়াIতিন মাসের জন্য কর্মবিরতির নির্দেশ দিয়েছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে।
এই খবর প্রকাশ্যে আসার পরেই বেজায় চটেছেন রাজ চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ চক্রবর্তী বলেন , ‘ সৃষ্টিশীল কাজ ও পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। তিনি নিজের ইচ্ছেতেই কাজ করবেন। তাতে বার বার কেন বাধার সৃষ্টি করা হবে’? রাহুলের পাশে থাকার আশ্বাসও দেন পরিচালক। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার এই নির্দেশকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে মনে করছেন রাজ চক্রবর্তী।
পাশাপাশি , প্রসেনজিৎ চট্যোপাধায়কেও এ বিষয়ে মুখ খুলতে দেখা যায়। সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রযোজকের পাশেই থাকবেন। অবিলম্বে ছবির শুটিং শুরু করার নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি।
অপরদিকে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন, বাংলাদেশ থেকে ফেরার পরই রাহুলকে ডিরেক্টর্স গিল্ড থেকে মেল পাঠানো হয়েছিল। কিন্তু পরিচালক নির্দিষ্ট সময়ে তার জবাব দেননি। যদি নির্দিষ্ট সময়ে জবাব দিতেন তাহলে, এত দিনে তাঁর কর্মবিরতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যেত। রাহুল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে নামী প্রযোজনা সংস্থার ব্যানারে পুজোর ছবির শুটিং-ও করতে পারতেন। রাহুল মুখার্জি তাঁরও খুব কাছের বলে জানান স্বরূপ বিশ্বাস। তবে নিয়ম তো সবার ক্ষেত্রেই এক, তাই এই সিদ্ধান্ত।