বিনোদন

‘যারা জমায়েতে আসতে পারবেন না…’অভিযানে যেতে না পারলে কী করবেন? জানালেন স্বস্তিকা

R.G kar doctor death swastika mukherjee gave important information about the night march

Truth Of Bengal: বর্তমানে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ডাক্তারের মৃত্যুর ঘটনা কার্যত রাজ্য থেকে দেশের রাজনীতি উত্তাল। তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতন। আর এর প্রতিবাদে ১৪ই আগস্ট মেয়েদের ‘রাত দখল’ অভিযানের ডাক দেওয়া হয়েছে।

সমগ্র সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এই পোস্ট দাবানলের মতন। কিন্তু একান্তেই যদি মেয়েদের এই রাত দখলের উনি জানে যেতে না পারে তাহলে কি করবেন? এই বিষয় নিয়ে একটি পোস্ট শেয়ার করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি বলেছিলেন,” অত রাতে মেয়েটির একা থাকা ঠিক হয়নি”। অধ্যক্ষের এই প্রশ্নে যথারীতি গর্জে ওঠে নারীরা।

তার এই প্রশ্নের পর বহু নারী অধ্যক্ষকে ঘুরিয়ে প্রশ্ন জানান, নারীরা সকাল সন্ধ্যা কিংবা রাত নির্দ্বিধায় পথে-ঘাটে বেরোতে পারবেন না? রাতে স্বাধীনতা বিচরণ কি শুধুমাত্র পুরুষের হাতে? এই সকল প্রশ্ন ঘুরতে থাকে সকলের মুখে। আর সেই প্রশ্নগুলোর পরিত্যাক্ষীতে নারীদের রাত দখল করার এই অভিযানের ডাক দেওয়া হয়। যদিও স্বস্তিকা মুখোপাধ্যায় প্রথম থেকে এই অভিযান নিয়ে নানা তথ্য নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই চলেছেন।

শুধু যে বাংলায় এই অভিযান হচ্ছে তা নয় পশ্চিমবঙ্গের পাশাপাশি মুম্বই, বেঙ্গালুরু প্রমুখও জায়গায় এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। আর সেই পোস্টগুলি শেয়ার করেছে অভিনেত্রী নিজে। সেই সঙ্গে অভিনেত্রী আরো জানিয়েছেন, যারা এই জমায়েতে উপস্থিত থাকতে পারবেন না তারা ঠিক কি করবেন? অভিনেত্রী এই প্রসঙ্গে জানান যারা এই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারছে না তারা বাড়িতে থেকে শঙ্খ বাজাতে পারেন।

কারণ শঙ্খের সুর ন্যয় যুদ্ধে সূচনা করার আহ্বান জানায়। উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা সোচ্চার হয়েছে টলিউডের বহু অভিনেতা অভিনেত্রী। এমনকি তারা রাস্তায় নেমেও বিক্ষোভ দেখিয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে অপর্ণা সেন ,কৌশিক সেন, ঋদ্ধি সেনেরা। এমনকি এই প্রতিবাদের স্বরূপ হিসাবে দেবের খাদান ও নন্দিতা শিব প্রসাদ জুটির বহুরূপী সিনেমার টিচার রিলিজ পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এমনকি এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিয়ে বিচারের দাবি জানিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Related Articles