টরেন্টোতে একটি ফুড ফেস্টিভ্যালে দেশি লুকে প্রীতি জিন্টা, অনুষ্ঠানের কয়েক ঝলক ইনস্টাগ্রামে
Preity Zinta in desi look at a food festival in Toronto

The Truth Of Bengal: প্রীতি জিন্টা মানেই চোখের সামনে ফুটে ওঠে একজন ফ্যাশনিস্তার প্রতিচ্ছবি। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ফ্যাশন ডায়েরি ঘাটলেই নজরে আসবে সেটি লেহেঙ্গা থেকে শুরু করে ক্যাজুয়াল পোশাকে সাজানো।এমনকি গাউনেও প্রীতি নিজেকে বেশ সুন্দর ভাবে সাজাতে পটু।হালকা সাজে কীভাবে নিজেকে সুন্দর রাখা যায় যায় তা প্রীতি খুব ভালো ভাবেই জানে।সম্প্রতি অভিনেত্রী টরেন্টোতে একটি ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন এবং তারই কয়েক ঝলক তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘উত্তর আমেরিকার বৃহত্তম খাদ্য উৎসব টেস্ট অফ ইন্ডিয়ার জন্য টরন্টোতে আরও একটি ইভেন্টের জন্য। কী সুন্দর উইকেন্ড। সেই সমস্ত হাসি মুখ দেখে খুবই বিনীত এবং খুশি বোধ করছি । আমাদের দেশি খাবার আর দেশি আবহের সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না।’
View this post on Instagram
প্রীতি জিন্টার সাদা সালোয়ার স্যুটটি একেবারে নিখুঁত
ইভেন্টের জন্য প্রীতি একদম দেশি লুকে ধরা দিলেন।তাঁর পরনে ছিল একটি নজরকাড়া সাদা সালোয়ার স্যুট। যা সকলেরই নজর কেড়েছিল।সালোয়ারটি একটি গোলাকার নেকলাইন এবং শর্ট হাতা ছিল। সোনালি জরির বর্ডারের সাথে ম্যাচিং অর্গানজা দুপাট্টা সহ, প্রীতিকে বরাবরের মতোই খুব সুন্দর দেখাচ্ছিল।
টেস্ট অফ ইন্ডিয়া ফেস্টিভ্যালের ঝলক
প্রীতি তাঁর লুকটি হালকা সোনালী সাজেই খুব সুন্দর ভাবে নিজেকে সাজিয়েছিলেন। সাথে ছিল একটি ম্যাচিং সাদা ব্যাগ। লুজ কার্ল করে চুল খোলা রেখেছিলেন তিনি।প্রীতি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে রিলটিতে প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ানো, সবই করতে দেখা গিয়েছে অভিনেতাকে। রিলটিতে অনুষ্ঠানে যে খাবারের আইটেমগুলি সরবরাহ করেছিল তার আধিক্যের এক ঝলকও জায়গা করে নিয়েছে।