Payal Kapadia: কানের মঞ্চে ইতিহাসে নাম লেখালেন পায়েল কাপাডিয়া
Payal Kapadia: Indian girl Payal Kapadia created a history won 'Grand Prix'

The Truth Of Bengal: কান চলচ্চিত্র অনুষ্ঠানে বাংলার মেয়ে অনুসূয়া সেনগুপ্তের প্রাপ্ত সেরা অভিনেত্রীর পুরস্কারের রেশ কাটেনি। আর সেই রেশ কাটার আগেই আবারও একবার সাফল্য পেল ভারত। আর এবার সেই সাফল্য পেল ‘Grand Prix’ সম্মান দ্বারা। আর এই ‘Grand Prix’ সম্মান পেয়ে রেকর্ড গড়লেন পরিচালক পায়েল কাপাডিয়া। তার পরিচালিত মুভি, ” অল উইক ইমাজিন অ্যাজ লাইট ” সিনেমার জন্য তিনি পুরস্কার পেলেন। আর এই পুরষ্কার পাওয়ার খবর নেট দুনিয়ায় জানাজানি হতেই , সকলেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে।
উৎসবের শেষ দিনে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। তবে প্রায় , ৩০ বছর পর কোন ভারতীয় ছবি কান ফিল্মফেয়ার অনুষ্ঠানের মেন ক্যাটাগরিতে মনোনীত হল। এছাড়া, এবার কানের সর্বোচ্চ সম্মান অর্থাৎ পাম ডি’ওর এর অন্যতম দাবিদার ছিল পায়েল কাপাডিয়ার পরিচালিত ছবি। তবে পাম ডি’ও না পেলেও হাতে আসল ” এল গ্ৰাঁ প্রি “। কান চলচ্চিত্রে তাকে পুরস্কার নিতে দেখা গেল নীল পোশাকে। শুধুমাত্র তিনি যে একা এই পুরস্কার নিলেন টা নয়। তার সাথে তিনি নিয়ে গেলেন সিনেমার তিন অভিনেত্রীকে। আর ছবিতে দেখা যাচ্ছে এই সিনেমায় অভিনয় করা অভিনেত্রীরা প্রত্যেকেই শাড়ি পড়েছিলেন।
প্রসঙ্গত, পায়েল জন্মগ্রহণ করেন অরুণাচলে। পড়াশোনার জন্য তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পড়াশোনা শেষ করে। সেন্টিভিয়ার্স কলেজ থেকে পড়াশুনা শেষ করার পর তিনি ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভর্তি হন। সেখানে ভর্তি হই তিনি একাধিক শর্ট ফিল্ম তৈরি করেন। তবে তার পরিচালিত মুভি ” অল উইক ইমাজিন অ্যাজ লাইট ” ছবিটি মূলত মুম্বাইয়ের থাকা দুই মালয়ালি নার্সের গল্প। এই ছবিতে দেখা যাবে সংসারের ওপর বিরক্ত হয়ে তারা রোড ট্রিপে বেরিয়ে পড়বেন। আর রোড ট্রিপে বেরিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হবে। তার পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে , কাণি কুস্রুতি, দিব্যা প্রভা এবং কদমকে। কান চলচ্চিত্র পায়েল কাপাডিয়া পুরস্কার পেয়ে জানান, কান ফিল্মফেয়ারে তার পরিচালিত মুভি মনোনীত হওয়াটাই স্বপ্নের মত ছিল । আর তার উপর এই পুরস্কার পাওয়াটাও পুরোটাই কল্পনার বাইরে। তিনি এই ছবিতে অভিনয় করা তিন অভিনেত্রীকে ধন্যবাদ জানান।