ফের একবার সৃজিত-দেব-পরমব্রত ত্রয়ী হাজির, আসছে ‘টেক্কা’…
Once again Srijit-Deva-Parambrata trio appeared

The Truth Of Bengal: জুলফিকারের পর ফের একবার সৃজিত-দেব-পরমব্রত ত্রয়ী হাজির। আবারো একবার দেবকে সাথে নিয়েই থ্রিলার ছবিতে নামতে চলেছেন সৃজিত। জানা গিয়েছে ছবির নাম ‘টেক্কা’। তবে বড় চমক সব বিতর্ক উড়িয়ে দিয়ে রুপালি পর্দায় আবারও জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা। শুটিং শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে। তবে, টুইস্ট এখানেই শেষ না। বরং রয়েছে আরও অনেক কিছু। যেমন? যে গল্প এখন টলিপাড়ার হটকেক, অনুপম এবং পিয়া চক্রবর্তী সেই যোগ থাকছে। তারপর ২০২৪ সালে পুজোতেই মুক্তি পাবে এই সিনেমা।
এর মধ্যে বলা ভালো, গুঞ্জন ছিল স্বস্তিকা দি এবং পরমব্রতর প্রেমের। কিন্তু হল অন্যকিছু, অনুপমের প্রাক্তনকে বিয়ে করেছেন পরম। একেই বলে সিনেমার ক্ষেত্রে সবকিছুই সম্ভব। দাঁড়ান এখানেই শেষ নয়, সৃজিত দেবের মধ্যে ঠান্ডা লড়াই ভুলে যাওয়ার না। ব্যোমকেশ নিয়েও দুজনের মধ্যে উত্তেজনা ছিল। ভাগ হয়ে গিয়েছিলেন ভক্তরা। আবার পুজোর সময় বাঘা যতীন এবং দশম অবতার নিয়ে, নানা আলোচনা হয়েছিল।এবার শুধু এটাই দেখার যে এই ত্রয়ীর কাজ মুক্তি পেলে দর্শকমহলে ঠিক কতটা পারদ চড়াতে পারে।
Free Access