এবার একস্ক্রিনে স্বস্তিকা-তাপসী, আসছে ‘গান্ধারী’
Now Swastika-Taapsee on the same screen, 'Gandhari' is coming

Truth of Bengal: স্বস্তিকা মুখোপাধ্যায়। যার দাপুটে অভিনয় নজর কেড়েছে টলিউড থেকে শুরু করে বলিউডেও। বাংলা ছবি তো বটেই ইতিমধ্যেই বহু হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছেন এই দাপুটে অভিনেত্রী। আর এবার ফের বলিউড ছবিতে দেখা যেতে চলেছে স্বস্তিকাকে।
ছবিতে স্বস্তিকা স্ক্রিন শেয়ার করবেন তাপসী পান্নুর সঙ্গে। সূত্রের খবর, ছবির নাম হতে চলেছে ‘গান্ধারী’। ছবিতেই তাপসী পান্নু এবং স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও থাকছেন ‘পাতাললোক’ খ্যাত ইশওয়াক সিং। ‘গান্ধারী’ হতে চলেছে অ্যাকশন থ্রিলার ধর্মী ছবি। ছবির পরিচালনায় দেবাশিস মাখিজা।
সূত্রের খবর, ‘গান্ধারী’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। তাঁর অংশের শুটিং খানিকটা সেরেও ফেলেছেন। ছবিতে সাধারণ মানুষের লড়াইয়ের কথা এবং কঠিন অবস্থার মধ্যে পড়া সাধারণ মানুষ কতদূর পর্যন্ত লড়তে পারে, সেটাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প।
সবমিলিয়ে আবারও এক বলিউড ছবিতে স্বস্তিকাকে দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। চলতি বছরের শেষের দিকে জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘গান্ধারী’। উল্লেখ্য, এর আগে দেবাশিস মাখিজা ‘জোরাম’ বেশ প্রশংসা কুড়িয়েছিল সকলের। এখন দেখার তাঁর পরবর্তী ছবি ‘গান্ধারী’ দর্শক মনে কতটা বাজিমাত করতে পারে সেটাই দেখার।