শহরে এবার নতুন গোয়েন্দা, রহস্যের জটিলতা কাটাতে আসছে অরণ্য
A new detective in the city, Aranya is coming to solve the mystery

The Truth Of Bengal: ক্রীড়া সাংবাদিক দুলাল দে-র হাত ধরে শহরে আসলো নতুন গোয়েন্দা। ফেলুদা, ব্যোমকেশদের পর শহরে এবার নতুন গোয়েন্দা অরণ্য। বড়পর্দায় মুক্তি পেয়েছে জীতু কমল অভিনীত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই প্রথমবার দুলাল দে-র হাত ধরেই বড়পর্দায় গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করল জীতু কমল। ৫ জুলাই মুক্তি পেয়েছে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জীতু কমল।
রানাঘাটের পটভূমিকায় এই গল্পে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন জীতু। তবে এই গোয়েন্দার গল্প বাকি গোয়েন্দাদের থেকে একটু আলাদা। এই গোয়েন্দা একদিকে যেমন অনায়াসে ক্রিকেটের বাইশ গজে ঝড় তুলতে পারে তেমনি অন্যদিকে পেশায় ডাক্তারও। গল্পে দেখা যাবে এক চিকিৎসকের মৃত্যুর সঙ্গে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে অরণ্য। ছবিতে দেখা যাবে, কীভাবে সে এক চিকিৎসকের মৃত্যু হলে তারই রহস্য উন্মোচন করবেন অরণ্য চ্যাটার্জী। যদিওবা , আগেই ছবির ট্রেলার এর কিছুটা ঝলক দেখা গিয়েছিল।
পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয়ও করতে দেখা যাবে শিলাজিৎ কে। এই ছবিতে শিলাজিৎকে সিআইডি ইন্সপেক্টরের সুদর্শন হালদারের চরিত্রে দেখা যাবে । যদিওবা অরণ্যর আর সুদর্শন সম্পর্কে শ্যালক-জামাইবাবু। তাঁর হাত ধরেই গোয়েন্দাগিরির গল্প লিপিবদ্ধ হবে অরণ্য। জীতু, শিলাজিৎ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রাশিদ মিথিলা, সায়ন ঘোষ, লোকনাথ দে, শুভদীপ গুহ, প্রতীপ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য’র মতো অভিনেতা। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে।সব মিলিয়ে বলা যায়, প্রথম ছবি পরিচালনায় দুলাল দের স্ট্রাইক রেট বেশ ভালো।