“সালমানের বাড়িতে গুলি চালানোর পেছনে অভিযুক্ত অনুজ’কে হত্যা করেছে মুম্বাই পুলিশ!”- বিস্ফোরক নিহতের দাদা!

The Truth Of Bengal: সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত অনুজ থাপনকে গ্রেফতার করা হয়েছিল আগেই। তবে বুধবার হঠাৎই অনুজের হেফাজতের মধ্যেই আত্মহত্যার খবরে শোরগোল পরে গিয়েছিল বম্বে সিটিতে। তবে এবার পরিবার সূত্র থেকে দাবী করা হচ্ছে যে, পুলিশের হেফাজতের মধ্যেই পুলিশ দ্বারা মারধরের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। নিহতের দাদা অভিষেক থাপন এদিন বলেন যে, “অনুজকে ৬-৭ দিন আগে সাংরুর থেকে মুম্বাই পুলিশ ধরে নিয়ে যায়। তারপর একদিন পরে আমাদের পুলিশের তরফ থেকে বলা হয় যে সালমানের বাড়িতে গুলি চালানোর পেছনে অনুজের হাত রয়েছে। এরপর হঠাৎই আজ, আমরা একটি ফোন পেয়েছি তাঁদের তরফ থেকে এবং মুম্বাই পুলিশের তরফ থেকে বলা হয় যে, অনুজ আত্মহত্যা করেছে। ও আত্মহত্যা করার মতো ছেলে নয়। ওকে পুলিশই হত্যা করেছে। আমরা এর বিচার চাই।”
#WATCH | Anuj Thapan, the accused in Salman Khan residence attack case, passed away after he attempted suicide in custody today, say Mumbai Police.
The accused’s brother Abhishek Thapan, a resident of Sukhchain village in Punjab’s Abohar, says, “Anuj was taken by Mumbai Police… pic.twitter.com/VpFGJ4PyQw
— ANI (@ANI) May 1, 2024
১৪ই এপ্রিল সালমানের বাড়িতে কয়েকজন যুবকের গুলি চালানোর দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে মুম্বাই পুলিশের তৎপরতায় মোট চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই যে চারজনের পরিচয় পাওয়া যাচ্ছে তারা হল, ভিকি গুপ্ত (২৪), অনুজ থাপন (৩২), সাগর পাল (২১), এবং শনু কুমার (৩৭)। তাদের সকলকেই গত সপ্তাহেই গ্রেফতার করা হয়েছিল। এবং মেডিক্যাল টেস্ট এর জন্য কাস্টিডিতে রাখা হয়েছিল।
তবে হঠাৎই বুধবার অনুজের আত্মহত্যার ঘটনার খবর সামনে আসার পর মুম্বাই কেঁপে যায়। জেল হেফাজতের মধ্যে পুলিশের মারধর কিংবা পুলিশের তরফ থেকে যদি হত্যা করা না হয়েও থাকে, তবে একজন অভিযুক্ত কিভাবে হেফাজতে আত্মহত্যা করতে পারেন? পুলিশ কি করছিল? এরকম একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এখন মুম্বাই পুলিশকে। তবে তাঁদের তরফ থেকে এখন জানানো হয়েছে যে, বর্তমানে রাজ্য সিআইডি শাখা এখন আত্মহত্যার বিষয়টিকে নিয়ে তদন্ত করছেন।