বিনোদন

দাদাগিরির ময়দানে এবার মিসেস সৌরভ গাঙ্গুলী! মঞ্চ মাতাবে ‘দীক্ষা মঞ্জরী’

The truth Of Bengal: দাদাগিরি শেষ! নানা, দাদার দাদাগিরি কখনই শেষ হতে পারেনা। তবে রবিবার দাদাগিরি সিজন ১০ এর শেষ পর্ব। দেখতে দেখতে প্রায় ৬০ টি পর্ব অতিক্রম করেছে এই সিজন। এবং “লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি’, এই গান শুনেই বাঙালি অভ্যস্ত। তবে দেখতে দেখতে আবারও এক গ্র্যান্ড ফিনালে দেখবে দাদাগিরি ভক্তরা। যাতে থাকছে বড় চমক! যেখানে থাকবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ।

২০২৩ এর অক্টোবর থেকে সিজন ১০ এর পথচলা শুরু হয়েছিল যা রবিবার সন্ধ্যেতে শেষ হচ্ছে। সূত্রের খবর, দাদাগিরির মঞ্চে থাকছে অনেক তারকার ভিড়। বলা বাহুল্য, থাকছে বিশিষ্ট নৃত্য শিল্পী কিংবা মিসেস সৌরভ গাঙ্গুলী।

তিনি তাঁর সুন্দর পারফরমেন্স দিয়ে গ্র্যান্ড ফাইনালের আসর আরও গ্র্যান্ড করে তুলেছেন। ডোনা গাঙ্গুলী তার নাচের স্কুলের ‘দীক্ষা মঞ্জরী ‘ ছোট ছোট বাচ্চাদের নিয়েও পারফরমেন্স করবেন এদিন।

Related Articles