
The Truth of Bengal: ইতিমধ্যেই এই ছবিতে জিতের লুক নজর কেড়েছে সকলের। এরপরই মানুষের রোম্যান্টিক পোস্টারে সুস্মিতার হাত ধরে জিতের ছবিও জাস্ট দিল জিতে নিয়েছে ফ্যনদের। এবার পাতলা ফিনফিনে হলুদ শাড়ির আঁচল উড়িয়ে জিতের সঙ্গে রোম্যান্সে মজে সুস্মিতা। সৌজন্যে মানুষের প্রথম গান ‘তুমি আমারই হবে’। নীল জলরাশির পাশে আদরে -সোহাগে একেবারে মাখামাখি। বোতাম খোলা শার্টে সুপারকুল জিতে ‘শ্যাষ’ মহিলা ভক্তরা।
প্রথম গান দেখার অপেক্ষায় ছিল জিৎ ভক্তরা। মুক্তির পরই চড়চড়িয়ে বাড়ছে ভিউয়ার্সের সংখ্যা।সিনেমার প্রথম রোম্যান্টিক পোস্টারে আপাদমস্তক কালো শার্ট-প্যান্টে হ্যান্ডসাম হ্যাঙ্ক জিতের হাত ধরে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। দুজনের মুখেই লেগে রয়েছে মিষ্টি প্রেমের দুষ্টু হাসি। জিৎ তাঁর ইনস্টা হ্যান্ডেলে সিনেমার নতুন পোস্টার শেয়ার করে লেখেন,আমাদের রোম্যান্টিক পোস্টার এসে গিয়েছে।
আগামী ২৪ নভেম্বর সিনেমাহলে আসবে মানুষ।বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। এখন কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। এর আগে সারা ভারতে মুক্তি পেয়েছিল জিতের ‘চেঙ্গিজ’। এবার ‘মানুষ’-এর ক্ষেত্রে তা হবে কি? প্রশ্নের উত্তর জানা যাবে ২৪ নভেম্বর।
Free Access