বিনোদন
Trending

নতুন রহস্যের সমাধানে মনোজ ও প্রাচী

Manoj and Prachi to solve the new mystery

The Truth of Bengal : ফের আসছেন এসিপি অবিনাশ ভার্মা। অর্থাত্ মনোজ বাজপেয়ী। আগামি মাসে মুক্তি পাবে মনোজ অভিনীত ছবি ‘সাইলেন্স টু দ্য নাইট আউল বার শুটআউট’। ২০২১ সালের সাইলেন্স… ক্যান ইউ হেয়ার ইট? ছবিটি সাড়া ফেলেছিল ওটিটির দর্শকের কাছে। অবিনাশ ও সঞ্জনার জুটি একটি খুনের কিনারায় সামিল হয়েছিলেন।

ছবিতে দুরন্ত অভিনয় করতে দেখা গিয়েছিল মনোজ বাজপেয়ীকে। এবার সেই টিম নিয়েই ফিরছেন এসিপি অবিনাশ ও তাঁর টিম। এবার কোন রহস্যের উদঘাটন হতে চলেছে তাই নিয়ে তৈরি হয়েছে সাইলেন্স-এর সিক্যুয়েল। পরিচালক অবন ভারুচা দেওহান্সের পরিচালনায় আসছে ‘সাইলেন্স টু: দ্য নাইট আউল বার শুটআউট’-এ মনোজ ছাড়াও প্রাচী দেশাই, সাহিল বৈদ এবং ভাকার শেখকে প্রধান ভূমিকায় দেখা গেছে। ছবিতে ইন্সপেক্টর সঞ্জনার ভূমিকায় দেখা গেল প্রাচীকে। সম্প্রতি মুক্তি পেল এই সিক্যুয়েলের ট্রেলার। সেই ট্রেলারে দেখা গেছে নাইট আউল বারের খুনের কিনারায় কতটা সফল হবেন মনোজ ও প্রাচী সেটাই এবার দেখার।