
The Truth of Bengal: মদন মিত্র এই নামটার সঙ্গে জড়িয়ে আছে রঙিন বর্ণময় এক মানুষ। সোশ্যাল মিডিয়ায় যার জনপ্রিয়তা একজন ফিল্মস্টারের থেকেও কম কিছু না। বরং বেশি। রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবারের নতুন গ্রুপে নতুন গ্রুপে নতুন ছবিতে অভিনয় করে অভিনেতা হিসেবেও বাজিম্যাট করলেন।।
ইতিমধ্যে ৩৫ টা হলে রিলিজ করেছে ওহ্ লাভলি। যার অন্যতম মুখ্য চরিত্রে কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরিচালক ঘটনার চক্রবর্তী প্রথম থেকেই মদন মিত্র কে অভিনয় করার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন। আর সেই প্রত্যাশা পূরণ হয়েছে পরিচালকের। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন এমন একজন মানুষকে পেলে প্রযোজক ও পরিচালকদের ক্ষেত্রেও খুব সুবিধা হয়।
সেই সঙ্গে তিনি একজন পাকা অভিনেতার মতোই কাজ করেছেন এবং সবাই তাঁকে পেয়ে আরও বেশি দ্বিগুণ উৎসাহে কাজ করেছেন। এবং কথায় কথায় তিনি ওহ লাভলী বলা প্রায় অভ্যাস করে ফেলেছেন। এমনকি মদন মিত্র নিজেও খুশি। প্রথম শো দেখেই তিনি সাংবাদিকদের জানালেন ওহ লাভলী পুরো হিট। সবাইকে ফুরফুরে মেজাজে ছবি দেখার আমন্ত্রণ জানালেন।