বিনোদন

ফের আসছে লাভ সেক্স অউর ধোঁকা

Love Sex Aur dhokha are coming again

The Truth Of Bengal : ২০১০ সালে লাভ সেক্স অউর ধোঁকা তৈরি করে সকলকে চমকে দিয়েছিলেন বলিউডের বাঙালি পরিচালক দিবাকর ব্যানার্জী। এবার দীর্ঘ ১৪ বছর আসতে চলেছে দিবাকর ব্যানার্জীর এই ছবির পার্ট-টু। সোমবার প্রকাশ্যে এল নতুন এই ছবির টিজার। এই টিজার দর্শকের সামনে তুলে ধরবে ডিজিট্যাল যুগে ভালবাসার অন্য এক চিত্র।

শেখাবে আধুনিক বিশ্বের ভালবাসার মানে। প্রেমের থিম এবং ইন্টারনেটের যুগে এর বেঁচে থাকার কথা বলবে ছবিটি, দিবাকর ব্যানার্জির এই ছবির আরেকটি আকর্ষণীয় বিষয় হল আমাদের বাস্তব জগতে প্রেমের অন্য দিকে নিয়ে যায় এবং ডিজিটাল বিশ্বে প্রেমের ছবি তুলে ধরবে লাভ সেক্স অউর ধোঁকা পার্ট-টু। এই ছবিতে বলিউড তারকাদের সঙ্গে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের সোশ্যাল সাইটে এই ছবির টিজার শেয়ার করলেন তিনি।

 

Related Articles