বিনোদন
Trending

কালো মনোকিনিতে নেশা ধরালেন ললিতা ভাবি

Lalita Bhabhi got drunk in a black monokini

The Truth Of Bengal: বলিউডের বি-গ্রেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম আভা পল। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের হট ভিডিয়ো ও ফটো শেয়ার করতে দেখা যায় তাঁকে। তাঁর খোলামেলা পোশাক পরা স্টাইলিশ পোজ দেওয়া ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় এক প্রকার চর্চায় বিষয়। তাঁর ছবি ও ভিডিও দেখে চোখ সরাতে পারেন না দর্শকেরা। এমনকি তাঁর চোখের চাহনিতেই মুগ্ধ প্রায় সকলেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি হট ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে কালো বিকিনি পরে সুইমিং পুলে সিজলিং পোজ দিতে দেখা যায় আভাকে।

তাঁর এই হট সিজলিং লুকের প্রশংসা করেছে তার ভক্তরা। আভা খুবই স্টাইলিশ পোজ দিয়ে তুলেছেন এই ছবি। অভিনেত্রী হিসেবে আভা পলকে প্রথম দেখতে পাওয়া যায় ২০১৩ সালের ‘কামাসূত্র থ্রিডি’ সিনেমায়। এছাড়া তাঁকে অনেক ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। যেমন গন্দিবাত,মাস্তারাম,হ্যায় তৌওবা এবং ট্রিপল এক্স এর মতো হট ওয়েব সিরিজে অভিনয় করেছেন আভা পল।

 

 

FREE ACCESS

Related Articles