
Truth Of Bengal: প্রয়াত দেবরাজ রায়। ১৭ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতে তিনি এক খ্যাতনামা অভিনেতা। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার প্রমুখ পরিচালকদের সঙ্গেও তিনি কাজ করেছেন। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬৯।
বাঙালীর পুজো পর্ব শেষ হতে না হতেই শোকের ছায়া নেমে এল বর্ষীয়ান অভিনেতার পরিবারে। স্বামী হারালেন অভিনেত্রী অনুরাধা রায়। জানা গিয়েছে, শুক্রবার অভিনেতার শেষকৃত্য করা হবে। বৃহস্পতিবার সল্টলেকের আইএলএস হাসপাতালে তিনি প্রাণ ত্যাগ করেন বলে জানা গিয়েছে। দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা। শুক্রবার হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে সল্টলেকের বাসভবনে। তারপর শেষকৃত্যের মাধ্যমে বিদায় জানানো হবে অভিনেতা দেবরাজ রায়কে।