বিনোদন
Trending

প্রকাশ্যে ‘খাদান’-এর পোস্টার, ছবিতে বড় চমক, দেবের নায়িকা ইধিকা পাল

'Khadan' poster out, Big surprise in the film, Dev's heroine Idhika Pal

The Truth Of Bengal: জল্পনায় সিলমোহর দিয়ে নতুন বছরের প্রথম দিনই দেবের পরবর্তী ছবি খাদান-এর মোশন পোস্টার মুক্তি পেল সোশ্যাল দুনিয়ায়। এই ছবিতে বড় চমক ইধিকা পাল। শ্বেতা, সৌমিতৃষার পর এবার খাদান-এ দেবের নায়িকা হচ্ছেন ইধিকা।

বছরের প্রথম দিনে নিজের সমাজমাধ্যমে ‘খাদান’ ছবির একটি মোশন পোস্টার পোস্ট করেন অভিনেতা দেব। ছবির পোস্টারে দেখা যায়, দেবের পরনে মলিন পোশাক, গলায় গামছা জড়ানো আর হাতে একটা বিশাল কুড়ুল। খানিক পিছনদিকে ঘুরে তাকিয়ে আছেন দেব। এই পোস্টের ক্যাপশনে দেব লেখেন, ‘এটাই তাঁর অভিনয় জীবনের অন্যতম কঠিন পরীক্ষামূলক ছবি হতে চলেছে। চলো লেটস গো, কী হয় দেখা যাক। ২০২৪-এই আসছে ‘খাদান’।’

এবার শোনা যাচ্ছে, কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। এই পোস্টের সঙ্গে দেব বাংলার অপর এক অভিনেত্রী ইধিকা পালকে ট্যাগ করেছেন। ফলে আন্দাজ করা যায় ছবিতে দেবের বিপরীতে হয়ত কাজ করতে চলেছেন টেলিদুনিয়ার পরিচিত মুখ রঞ্জা ওরফে ইধিকা। সম্প্রতি বাংলাদেশে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা পাল।

এর আগের দুটি ছবিতে নিজের নায়িকার ক্ষেত্রে ছোটপর্দার জনপ্রিয় নায়িকাকে বেছে নিয়েছেন প্রযোজক দেব। প্রজাপতিতে শ্বেতা ভট্টাচার্য এবং প্রধান-এ সৌমিতৃষা দুজনেই দেবের নায়িকা হয়েছেন। এবার সেই জুতোয় পা গলালেন ইধিকা। এর আগে শাকিব খানের সঙ্গে ওপার বাংলার ছবি প্রিয়তমাতে বড়পর্দায় ডেবিউ করেছেন তিনি। আর এবার দেবের খাদান-এর হাত ধরে টলিউডের সিলভার স্ক্রিনে যে ডেবিউ করবেন ইধিকা পাল তা বছরের প্রথমদিনেই পরিষ্কার হয়ে গেল।

Free Access

Related Articles